সিরিয়ার হোমস ছাড়ছে বিদ্রোহীরা
সিরিয়ার হোমস শহর ছাড়ছে দেশটির আসাদ সরকারবিরোধী বিদ্রোহীরা। সরকারের সঙ্গে একটি অস্ত্রবিরতি চুক্তির পর বিদ্রোহীরা হোমস শহরে তাঁদের সর্বশেষ ঘাঁটি ছেড়ে চলে যাওয়া শুরু করে। তাই ওই শহরের ওপর আবার আসাদ সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলো। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে।
বিবিসি জানিয়েছে, হোমস ছেড়ে আসাদ সরকারবিরোধী বিদ্রোহীরা ইদলিব প্রদেশে যাচ্ছে। ওই প্রদেশ এখনো তাঁদের নিয়ন্ত্রণে। আজ বুধবার সকালে বিদ্রোহীদের নিয়ে প্রথম বাসটি হোমসের আল ওয়ের থেকে ইদলিব প্রদেশের উদ্দেশে রওনা দেয়।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আজকের মধ্যে বিদ্রোহী যোদ্ধাসহ ৮০০ ব্যক্তি হোমস ছাড়বেন বলে ধারণা করা হচ্ছে।
জাতিসংঘের উদ্যোগে অস্ত্রবিরতির পর প্রথমবারের মতো আল ওয়ের এবং আশপাশের অঞ্চলে খাদ্য সহায়তা পৌঁছেছে। গত এক বছরে এমন কোনো সহায়তা সেখানে পৌঁছায়নি।
একসময় সিরিয়ার হোমস শহরকে বলা হতো ‘বিপ্লবের রাজধানী’। ২০১১ সালে প্রথম এই শহর থেকেই বাশার বিরোধী আন্দোলন শুরু হয়। এর পর পরই হাজারো হোমসবাসী সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়। বাশার সরকার শক্ত হাতে ওই বিদ্রোহ দমনের চেষ্টা করে। এতে অনেক মানুষ নিহত হয়। পরে ২০১২ থেকেই হোমসের নিয়ন্ত্রণ নেওয়া শুরু করে বিদ্রোহীরা।
বিবিসির মতে, বিদ্রোহীদের সঙ্গে আসাদ সরকারের অস্ত্রবিরতি চুক্তি বিশেষ গুরুত্ব বহন করে। প্রায় দুই বছর পর এমন কোনো চুক্তি সম্ভব হলো। আশা করা হচ্ছে হোমস শহরে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে।