চীনে ভূমিধসে নিখোঁজ ৯১
চীনের দক্ষিণাঞ্চলে শেনজেন শহরে ভূমিধসে ৩৩টি ভবন ভেঙে পড়েছে। এ ঘটনায় ৯১ জন নিখোঁজ রয়েছে। দেশটির কয়েকশ কর্মী উদ্ধারকাজ চালাচ্ছেন। ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এর আগে রোববার ভূমিধসের পর প্রায় ৯০০ অধিবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। চীনের সবচেয়ে বড় শহরগুলোর একটি শেনজেন শিল্পকেন্দ্র হিসেবে পরিচিত।
শেনজেনের জরুরি ব্যবস্থাপনা কার্যালয় জানিয়েছে, প্রায় তিন লাখ ৮০ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে ভূমিধস হয়েছে।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভূমিধসের কারণে গ্যাসের একটি পাইপলাইনে বিস্ফোরণ হয়েছে। ক্ষতিগ্রস্ত পাইপলাইনের ৪০০ মিটার পরিষ্কার করেছেন উদ্ধারকর্মীরা। এ মুহূর্তে তা মেরামতের কাজ চলছে।
স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, মাটির একটি বিশাল ঢিবি ও নির্মাণসামগ্রীর বর্জ্য কেঁপে ওঠার পর ধসে পড়লে ভূমিধস হয়।
সরকারি টেলিভিশনে প্রাথমিক ফুটেজে দেখা যায়, লাল কাদার ঢেউ দ্রুত ভবনগুলোর ওপর উপচে পড়ছে।