প্রাচীন সমাধিতে মিলল রাশি রাশি সোনা
চীনের নানচাং শহরের কাছে পুরোনো একটি সমাধির ভেতর থেকে প্রচুর সোনা এবং রত্ন উদ্ধার করেছেন প্রত্নতত্ত্ববিদরা। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ও প্রত্নতত্ত্ববিদদের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, ২০০০ বছরের বেশি পুরোনো ওই সমাধিক্ষেত্রটি একটি পাহাড়ের নিচে এতকাল লুকানো ছিল। চলতি বছরের জুন মাসে ওই সমাধিক্ষেত্রটি আবিষ্কৃত হয়।
গবেষকদের ধারণা, প্রাচীন সমাধির ভেতর কফিনবন্দি রয়েছেন খ্রিস্টপূর্ব দুই শতকের হান রাজা উ-এর নাতি লিউ হে। চীনের ইতিহাসে রাজা লিউ-এর পরাক্রমের জন্য তাঁকে ‘হাইহুনহু’ নামে ডাকা হতো। যার অর্থ ‘মহান বিজেতা’।
গবেষকরা জানিয়েছেন, কফিনবন্দি মৃতদেহের সঙ্গে প্রচুর পরিমাণে স্বর্ণেরর পাশাপাশি আরো আছে রাজা লিউর সিলমোহর। তা থেকেই মৃতের পরিচয় সম্পর্কে প্রাথমিক ধারণা করেছেন তাঁরা। তবে কার্বন ডেটিংসহ অন্যান্য পরীক্ষার পরই রাজকীয় এই কফিনের অধিকারী সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন গবেষকরা।