ইয়েমেনের বন্দরনগরী এডেনে কারফিউ জারি
ইয়েমেনের দক্ষিণাঞ্চলের বিখ্যাত বন্দর এডেনে এক রক্তক্ষয়ী সংঘর্ষের পর নগরীটিতে কাউফিউ জারি হয়েছে। রোববার সকাল থেকে সহিংস ঘটনায় অন্তত ১৭ জনের প্রাণহানির পর এ কারফিউ জারি করা হয়েছে বলে জানায় রয়টার্স। সহিংসতার জন্য সন্দেহভাজন আল-কায়েদা সন্ত্রাসীদের দায়ী করেছেন এডেনের গভর্নর।
হাদি সরকারের সমর্থক এডেনের গভর্নর সিসাহ বিল্লাহ জানান, এডেনের নিরাপত্তা কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নগরীর নাগরিকদের সুরক্ষায় এই কারফিউ জারি হয়েছে। আগামী দুদিন স্থানীয় সময় রাত ৮টা থেকে শুরু হয়ে ভোর ৫টা পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকবে বলেও জানান তিনি।
এদিকে এডেনের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, রোববার এডেন বন্দরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গিদের এক ভয়াবহ সংঘর্ষ হয়। এতে নিরাপত্তা বাহিনীর এক কর্নেলসহ নয় সদস্য নিহত হন। এ ছাড়া একই ঘটনায় অপর আট জঙ্গিও নিহত হন।