ইরানের হাতে বন্দি যুক্তরাষ্ট্রের ১০ নাবিক
সমুদ্রসীমায় অনুপ্রবেশের অভিযোগে যুক্তরাষ্ট্রের ১০ নাবিককে বন্দি করেছে ইরান। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে।
রয়টার্স-এর খবরে বলা হয়, পারস্য উপসাগরে ইরানের নৌসীমায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি নৌযানে ছিলেন ওই ১০ নাবিক। তাঁদের ফেরত পেতে তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।
এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জোশ আর্নেস্ট সিএনএনকে বলেন, ‘আমরা ইরানিদের কাছ থেকে নিশ্চয়তা পেয়েছি, আমাদের নাবিকরা নিরাপদে আছেন। শিগগিরই তাঁরা নিরাপদে যাতায়াত করতে পারবেন।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর শেষ ‘স্টেট অব দি ইউনিয়ন’ ভাষণ দেওয়ার কিছুক্ষণ আগে ইরানের সংবাদমাধ্যমগুলো নাবিক বন্দির খবর প্রকাশ করে।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ-এর খবরে বলা হয়, ‘বিপ্লবী গার্ডের নৌবাহিনী ইরানের নৌসীমার দুই কিলোমিটার ভেতরে ঘোরাঘুরিরত অবস্থায় যুক্তরাষ্ট্রের নৌযানগুলোকে আটক করে।’
ফার্স নিউজ আরো জানায়, নাবিকদের ছাড়িয়ে নিতে ইরানের কর্মকর্তাদের সঙ্গে মধ্যস্থতা শুরু করেছেন যুক্তরাষ্ট্রের কর্তাব্যক্তিরা।