ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
ক্ষেপণাস্ত্র পরীক্ষা করায় ইরানের ১১ প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
এর কয়েক ঘণ্টা আগে পরমাণু অস্ত্র তৈরি না করার শর্ত মেনে নেওয়ায় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ।
বিবিসি জানিয়েছে, এরই মধ্যে আমেরিকান-ইরানি নাগরিককে মুক্তি দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। এদের মধ্যে রয়েছেন ওয়াশিংটন পোস্টের জ্যাসন রেজাইয়ান, যাকে প্রেসিডেন্ট বারাক ওবামা সাহসী সাংবাদিক হিসেবে অভিহিত করেছেন। এর বিপরীতে যুক্তরাষ্ট্র সাতজনকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছে।
নতুন করে নিষেধাজ্ঞার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দা তথ্যবিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অ্যাডাম জে জুবিন বলেন, ‘ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি।’
এর আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মধ্যস্থতায় বিশ্বের পরাশক্তি দেশগুলোর সঙ্গে চুক্তি সই করে ইরান। এ চুক্তি অনুযায়ী ইরান অস্ত্র সমৃদ্ধকরণ কর্মসূচি পরিচালনা করতে পারবে না।