মদ নিয়ে ‘গণ্ডগোলে’ ওলাঁদ-রুহানি আলোচনা পণ্ড!
হালাল খাবার এবং অ্যালকোহল নিয়ে মতপার্থক্যের জেরে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে সফররত ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির আলোচনা পণ্ড হয়েছে। কথা ছিল দুপুরের খাবার খেতে খেতে আলোচনা করবেন দুই প্রেসিডেন্ট। কিন্তু এই দুপুরের খাবার খাওয়াটাই হয়ে ওঠেনি।
ইরানের একজন শীর্ষস্থানীয় কূটনীতিকের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, একসঙ্গে খেলে ইরানি প্রেসিডেন্টকে ফরাসি ঐতিহ্যের খাবার খেতে হবে; ফরাসি কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি প্রেসিডেন্ট। কেননা ঐতিহ্যগতভাবে ফরাসি খাবারে মদ পরিবেশন করা হলেও মুসলিম ধর্মের বিশ্বাস অনুযায়ী মদ হারাম।
ফরাসি কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, অতিথিদের ঐতিহ্যবাহী স্থানীয় খাবার পরিবেশন ফ্রান্সের রীতি। ইরানিদের উপযোগী খাবার পরিবেশন করা ফ্রান্সের মূল্যবোধ পরিপন্থী।
রয়টার্স জানায়, বৃহস্পতিবার এক রেস্তোরাঁয় খাবারের পাশাপাশি আলোচনার প্রস্তুতিও চলছিল। কিন্তু শেষ মুহূর্তে বেঁধে যায় বিপত্তি। ইরানি প্রেসিডেন্ট ও তাঁর সফরসঙ্গীরা তাঁদের হালাল ও অ্যালকোহলমুক্ত খাবার খেতে দেওয়ার অনুরোধ জানানোর পর তা নাকচ করে দেয় ফরাসি কর্তৃপক্ষ। আর এ নিয়ে তৈরি হওয়া গণ্ডগোলে ভেস্তে যায় আলোচনা।
পরে প্রেসিডেন্টের তরফে এলিসি প্রাসাদে ইরানের প্রেসিডেন্টকে সকালের নাশতার জন্য আমন্ত্রণ জানানো হলে তা ‘খুব তুচ্ছ’ বলে প্রত্যাখ্যান করেন রুহানি। শেষ পর্যন্ত খাবারের সময় বাদ দিয়েই দুই প্রেসিডেন্টের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
ফ্রান্সের আগে ইতালি সফরে গিয়ে বন্ধুসুলভ আচরণ পেয়েছিলেন রুহানি। সেখানকার খাবারের মেনু থেকে অ্যালকোহলযুক্ত খাবার বাদ দেওয়া হয়েছিল। কেবল তাই নয়, ইরানের প্রেসিডেন্টের আগমনকে কেন্দ্র করে বাড়তি সতর্কতা হিসেবে দেশের নগ্ন ভাস্কর্য ঢেকে দিয়েছিল দেশটির সরকার।