ইরানে ভোটে সংস্কারপন্থীদের এগিয়ে থাকার আভাস
ইরানের পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। শুরু হয়েছে গণনা। এতে সংস্কারপন্থীদের এগিয়ে থাকার আভাস পাওয়া গেছে।
আলজাজিরার খবরে বলা হয়, গতকাল শুক্রবার এ ভোট অনুষ্ঠিত হয়। ভোটারদের ব্যাপক উপস্থিতির কারণে মধ্যরাত পর্যন্ত ভোট গ্রহণ চলে।
২৯০ আসনের পার্লামেন্ট নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত খবরে সংস্কারপন্থীদের এগিয়ে থাকার আভাস পাওয়া গেছে। আর সেটি বাস্তব হলে সংস্কারপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানি নিজ প্রকল্পগুলো সহজে বাস্তবায়ন করতে পারবেন।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ‘ফার্স’ ও মেহের’ এবং বার্তা সংস্থা এপির অনুসন্ধানে জানা যায়, ভোটে কট্টরপন্থীরা হারতে চলেছে।
শুক্রবার ইরানে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর একটি পার্লামেন্ট নির্বাচন। অন্যটি ধর্মীয় নেতাদের বাছাইয়ের নির্বাচন (অ্যাসেম্বলি অব এক্সপার্টস)।
ইরানের আট কোটি লোকের মধ্যে সাড়ে পাঁচ কোটি ভোটার রয়েছেন। তাদের মধ্যে ঠিক কত সংখ্যক লোক গতকাল ভোট দিয়েছেন, তা জানা যায়নি। তবে গত বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আবদুলরেজা রাহমানি ফাজলি আভাস দিয়েছিলেন, ৭০ শতাংশ লোক ভোট দেবেন।