ইরানে একই গ্রামে সব পুরুষের মৃত্যুদণ্ড!
মাদক পাচারের অপরাধে ইরানের দক্ষিণাঞ্চলের এক গ্রামের সব প্রাপ্তবয়স্ক পুরুষের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে। ইরানের নারী ও পরিবারবিষয়ক ভাইস প্রেসিডেন্ট শাহিনদোখত মোলাভারদির বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট এই তথ্য জানিয়েছে।
এর আগে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ‘মেহের’কে দেওয়া এক সাক্ষাৎকারেও দেশটির নারী ও পরিবারবিষয়ক ভাইস প্রেসিডেন্ট এ তথ্য জানিয়েছিলেন। তবে এই মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি। কতজনকে এই মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে এবং কোথায় এ দণ্ডাদেশ কার্যকর করা হয়েছে তাও জানানো হয়নি।
শাহিনদোখত জানান, সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামের প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে। এসব মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের ঘটনায় প্রতিশোধ নিতে এবং সংসার চালাতে তাদের সন্তানরাও মাদক ব্যবসায়ী হয়ে উঠতে পারে বলে তাদের সরকারিভাবে সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান শাহিনদোখত। তিনি আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, আমরা যদি এসব লোককে সহায়তা না দেই তবে তারা অপরাধে জড়িয়ে পড়বে।’
ভাইস প্রেসিডেন্ট শাহিনদোখত মোলাভারদি মন্তব্য করেন, অপরাধের শাস্তি মৃত্যুদণ্ডাদেশ দেওয়া যেমন সমাজের দায়িত্ব তেমনি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পরিবারের দেখভাল করাও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব।