মার্কিন সরকারের বিরুদ্ধে মাইক্রোসফটের মামলা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/15/photo-1460721975.jpg)
যুক্তরাষ্ট্রের সরকারের বিরুদ্ধে মামলা করেছে প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান মাইক্রোসফট। মার্কিন সরকার তাদের কাছে কিছু গ্রাহকের ব্যক্তিগত তথ্যভাণ্ডারে প্রবেশাধিকার চেয়েছিল এবং সেই অনুপ্রবেশের তথ্য গ্রাহকদের কাছে গোপন রাখতে বলেছিল। মাইক্রোসফট বলছে, গ্রাহকের তথ্যভাণ্ডারে অনুপ্রবেশের খবর গোপন রাখাটা সংবিধান পরিপন্থী।
বিবিসি জানিয়েছে, গত ১৮ মাসে যুক্তরাষ্ট্রের সরকারের বিভিন্ন নিরাপত্তা সংস্থা থেকে মাইক্রোসফটের গ্রাহক বা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য জানতে চেয়ে পাঁচ হাজার ৬২৪টি অনুরোধ এসেছে। এর প্রায় অর্ধেক ক্ষেত্রেই অনুপ্রবেশের বিষয়টি গ্রাহকের কাছে গোপন রাখার জন্য আদালতের নির্দেশ ছিল।
মাইক্রোসফটের ভাষ্য, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, সরকার কোনো ব্যবহারকারীর তথ্য নিলে তা ব্যবহারকারীকে জানতে দিতে হবে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিজস্ব যন্ত্রের স্মৃতি থেকে ক্লাউডে কোনো তথ্য রাখার মানে এই নয়, কোনো ব্যবহারকারী ওই তথ্যের অধিকার ছেড়ে দিয়েছে—আদালতে দায়ের করা অভিযোগে এমনটাই দাবি করেছে মাইক্রোসফট।
প্রতিষ্ঠানটি আরো অভিযোগ করেছে, তারা মনে করে, সরকার ক্লাউড কম্পিউটিংয়ে গোয়েন্দাগিরি বৃদ্ধি করতে চায়।
তবে যুক্তরাষ্ট্রের আইন বিভাগ মাইক্রোসফটের মামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
যুক্তরাষ্ট্রের সরকারের তথ্য জানতে চাওয়ার অনুরোধ নিয়ে এটিই প্রথম মামলা নয়। এর আগে তথ্য জানার অধিকার নিয়ে অ্যাপলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরকারের আইনি লড়াই হয়। আর দেশটির অধিকাংশ প্রযুক্তি প্রতিষ্ঠান মনে করে, দেশটির ৩০ বছর পূর্বের তথ্যপ্রযুক্তিবিষয়ক আইন পুরোনো হয়েছে গেছে। এই আইনের হালনাগাদ করা প্রয়োজন।