হিজাব ছাড়া ছবি তোলায় গ্রেপ্তার!
হিজাব ছাড়া ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় আট ইরানি তরুণীকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে আজ মঙ্গলবার এ খবরটি প্রকাশ করেছে আল জাজিরা।
আরব বিশ্বের প্রভাবশালী এই সংবাদমাধ্যম জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে হিজাব ছাড়া ছবি শেয়ার দেওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের গ্রেপ্তারের বিষয়ে পুলিশের সূত্রে জানা গেছে, দুই বছর ধরে ইরান সরকার গোপনে ‘স্পাইডার টু’ নামে একটি অভিযান চালিয়ে আসছে এবং ওই অভিযানের মাধ্যমে ১৭০ জনকে চিহ্নিত করেছে দেশটির পুলিশ। আর চিহ্নিতরা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে নানাভাবে জড়িত। আর এই ব্যক্তিদের মধ্যে দেশের খ্যাতনামা মডেল, অভিনয়শিল্পী ও ফটোগ্রাফারও রয়েছেন বলে জানিয়েছে পুলিশের ওই সূত্র।
উল্লেখ্য, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিরুদ্ধে জনগণকে নিরুৎসাহিত করে আসছে ইরানের সরকার। এর আগেও ‘অশ্লীলতার’ বিরুদ্ধে দেশটিতে অভিযান পরিচালিত হয়।