বর্ণবাদের অভিযোগ, সানফ্রান্সিসকোর পুলিশপ্রধানের পদত্যাগ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/20/photo-1463717632.jpg)
বর্ণবাদের অভিযোগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানফ্রান্সিসকো শহরের পুলিশপ্রধান গ্রেগ সয়র পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার শহরের মেয়র এড লি পুলিশপ্রধানের পদত্যাগের খবর জানান। এর আগে মেয়রের পক্ষ থেকেই পদত্যাগের দাবি জানানো হয়।
বিবিসি জানায়, বৃহস্পতিবার এক কৃষ্ণাঙ্গ নারীকে গুলি করে হত্যা নিয়ে সানফ্রান্সিসকো পুলিশের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ ওঠে। ওই নারী একটি চুরি করা গাড়ি চালাচ্ছিল বলে সন্দেহ করেছিল পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশপ্রধান পদত্যাগের করলেন।
এর আগেও কয়েকজন কৃষ্ণাঙ্গ হত্যার জন্য সানফ্রান্সিসকো পুলিশের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ করেন অনেকে। শহরের পুলিশ সদস্যদের মধ্যে বর্ণবাদের কথা লেখা বার্তা আদান-প্রদানেরও অভিযোগ ছিল।
গতকাল এক সংবাদ সম্মেলনে সানফ্রান্সিসকোর মেয়র এড লি বলেন, পুলিশ পদত্যাগের মধ্য দিয়ে শহরজুড়ে চলা আন্দোলন কিছুটা শান্ত হবে বলে মনে করেন তিনি। ভারপ্রাপ্ত পুলিশপ্রধান হিসেবে তিনি টনি চ্যাপলিনের নাম ঘোষণা করেন।
বিবিসি জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে সানফ্রান্সিসকো শহরের বেভিউ এলাকায় পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নারী প্রাণ হারান। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি। এ ছাড়া পুলিশের কাছ থেকে সে পালানোরও কোনো চেষ্টা করেনি।
এর আগে গত মাসে পুলিশপ্রধান গ্রেগ সয়রের পদত্যাগের দাবিতে ছয় ব্যক্তি এক সপ্তাহের বেশি অনশন করেন। সাবেক মার্কিন সেনা গ্রেগ সয়র ২০১১ সালে সানফ্রান্সিসকোর পুলিশ বাহিনীতে যোগ দেন।
যুক্তরাষ্ট্রে প্রতিবছর এক হাজারের বেশি মানুষ পুলিশের গুলিতে প্রাণ হারান। এর মধ্যে অধিকাংশই কৃষ্ণাঙ্গ মার্কিনি।