বড়দের জন্য ‘বাচ্চার ঠেলাগাড়ি’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/20/photo-1463730148.jpg)
বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়ানোর ছোট ঠেলাগাড়ি ‘বেবি স্ট্রলার’। বাচ্চাকে কোলে না রেখে পেছন থেকে স্ট্রলারে করে নিয়ে প্রায় সবখানেই যাওয়া যায়। তবে এবার যুক্তরাষ্ট্রের রাস্তায় এমন স্ট্রলার দেখা গেল, যেখানে বসে ঘুরছেন পূর্ণবয়স্ক মানুষ।
হাফিংটন পোস্ট জানায়, বড় আকৃতির স্ট্রলারটি উচ্চতা সাত ফুট আর পাশে চার ফুট। স্ট্রলার বানানোর প্রতিষ্ঠান কলক্রাফট পূর্ণবয়স্কদের জন্যই এটি বানিয়েছে। এর পেছনে ভিন্ন উদ্দেশ্য তাদের।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, শিশুদের স্ট্রলার কতটা আরামদায়ক, তা জানার কোনো উপায় নেই মা-বাবার। তবে বড় আকৃতির স্ট্রলারে বসে মা-বাবা বুঝে নিতে পারবেন এর গুণাগুণ।
কলক্রাফটের প্রেসিডেন্ট টম কলটান বলেন, পরীক্ষামূলকভাবে বড় আকৃতির বেবি স্ট্রলার তৈরি করা হয়েছে। এটি অভিভাবকদের বুঝতে সহায়তা করবে, তাঁদের প্রতিষ্ঠানের স্ট্রলার কতটা নিরাপদ এবং আরামদায়ক।
কলক্রাফটের অভিনব প্রচার তাঁদের বিক্রিতে ইতিবাচক কোনো পরিবর্তন এনেছে কি না, তা জানা যায়নি। তবে এই প্রচার সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
অনেক অভিভাবক বড় আকৃতির স্ট্রলারে বসে নিজেদের অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। আর এসব অভিজ্ঞতা এবং মানুষের বিস্ময় ভিডিও করে তা ইউটিউবে প্রকাশ করেছে কলক্রাফট।