নিউ মেক্সিকোতে ট্রাম্পবিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/25/photo-1464154631.jpg)
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সমাবেশের বাইরে বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আলবুকেরকি এলাকায় এ ঘটনা ঘটেছে।
সিএনএনের খবরে বলা হয়, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল ও পাথর ছুড়ে মারে। তাদের ঠেকাতে আলবুকেরকির পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
মঙ্গলবার সন্ধ্যায় আলবুকেরকির একটি সম্মেলন কেন্দ্রে ডোনাল্ড ট্রাম্পের সমাবেশ ছিল। অভিবাসননীতি নিয়ে ট্রাম্পের বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্রটির বাইরে জড়ো হয়ে প্রতিবাদ করতে থাকে বিক্ষোভকারীরা। এদের মধ্যে কেউ কেউ লোহার বেড়া পেরিয়ে সম্মেলন কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে চেষ্টা করে। ততক্ষণে ঘটনাস্থল ত্যাগ করেন ডোনাল্ড ট্রাম্প।
পুলিশের বরাত দিয়ে সিএনএন আরো জানায়, সম্মেলন কেন্দ্রের বাইরে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা পুলিশের ঘোড়াগুলোকে লক্ষ্য করে পাথরের টুকরো ও বোতল ছুড়ে মারে। তাদের ঠেকাতে পুলিশ চড়াও হয় বলে অভিযোগ ওঠে।
তবে এক টুইটার বার্তায় পুলিশ জানায়, বিক্ষোভকারীদের ঠেকাতে টিয়ার গ্যাস ব্যবহার করা হয়নি। এমনকি কোনো বিক্ষোভকারীকে গ্রেপ্তারও করা হয়নি। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ধোঁয়ার ছবি টিয়ার গ্যাসের নয় বলেও দাবি পুলিশের।
ডোনাল্ড ট্রাম্পের সমাবেশকে ঘিরে এ ধরনের সংঘর্ষ ও বিক্ষোভের ঘটনা এটাই প্রথম নয়। গত মার্চেও শিকাগোতে ট্রাম্পের সমর্থক ও প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেখানে নির্ধারিত সমাবেশ বাতিল করতে হয় ট্রাম্পকে।
ওয়াশিংটনে প্রাইমারিতে ট্রাম্পের জয়
এদিকে, রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন দৌড়ে আরো এক ধাপ এগিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার প্রকাশিত ওয়াশিংটন রাজ্যের প্রাইমারির ফলে জয় এসেছে ট্রাম্পের।
প্রাথমিক ফলে দেখা যায়, মোট ভোটের ৭৬ শতাংশ জিতেছেন ট্রাম্প। তিনিই হচ্ছেন দলটির সম্ভাব্য প্রার্থী। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু ঘোষণা করেনি দলটি।
সিএনএনের পরিসংখ্যান অনুযায়ী, জয়ের জন্য আর মাত্র ৪৮ ডেলিগেটের সমর্থন প্রয়োজন মার্কিন এই ব্যবসায়ীর।
ডোনাল্ড ট্রাম্পের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ এবং ওহিও রাজ্যের গভর্নর জন কেইসিক। তবে তাঁরা এরই মধ্যে মনোনয়ন দৌড় থেকে ছিটকে পড়েছেন।