লাসভেগাসের কাছে শহর বিক্রি, মূল্য ৬২ কোটি টাকা মাত্র
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/30/photo-1464599551.jpg)
যুক্তরাষ্ট্রের প্রমোদ শহর বলে পরিচিত লাসভেগাস। নেভাদা অঙ্গরাজ্যের মোজাভ মরুভূমিতে অবস্থিত এই শহর ক্যাসিনোসহ বিভিন্ন বিনোদনের জন্য বিখ্যাত। কোটি কোটি মার্কিন ডলারের ব্যবসা চলছে এই শহরে। লাসভেগাসের কাছেই ৫২০ একর জায়গার ওপর গড়ে তোলা এক ছোট এক শহর বিক্রির হবে।
ক্যাল নেভ আরি নামক শহরের মূল্য চাওয়া হয়েছে ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ৬২ কোটি ৯১ লাখ ২৭ হাজার।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নেভাদার ছোট মরুশহর ক্যাল নেভ আরি থেকে লাসভেগাসের দূরত্ব মাত্র ১৩০ কিলোমিটার। মাত্র এক ঘণ্টা গাড়ি চালিয়েই এক শহর থেকে আরেক শহরে যাওয়া সম্ভব। এ ছাড়া ক্যাল নেভি আরির থেকে যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া ও অ্যারিজোনায় যাওয়াও সহজ।
ক্যাল নেভ আরি শহরে কী নেই? এখানে আছে ১০ ইউনিটের এক হোটেল। এ ছাড়া আছে একটি করে ক্যাসিনো, কমিউনিটি সেন্টার, ফায়ার স্টেশন। ছোট এক বিমানবন্দরও আছে ক্যাল নেভ আরিতে।
ক্যাল নেভ আরির প্রতিষ্ঠাতা ন্যান্সি কিডওয়েল। গত শতাব্দীর ৬০-এর দশকে কিডওয়েল ও তাঁর সাবেক স্বামী মার্কিন সরকারের কাছ থেকে পরিত্যক্ত বিমানঘাঁটিসহ ৬৪০ একর জমি পেয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই বিমান ঘাঁটিসহ আশপাশের এলাকাকে তাঁরা শহরের রূপ দেন।
৭৮ বছর বয়স্ক নিঃসন্তান ন্যান্সি কিডওয়েল এখনো বেঁচে আছেন। শহরের মেয়রসহ গুরুত্বপূর্ণ কয়েকটি দায়িত্ব পালন করেন তিনি। শহর প্রতিষ্ঠার প্রসঙ্গে তিনি বলেন, শহর প্রতিষ্ঠার শুরুতে মানুষ ছিলেন মাত্র দুজন। এখন এই সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৫। ৫১ বছর আগে শহর প্রতিষ্ঠার শুরুতে ক্যাল নেভ আরিতে কোনো পানি, বিদ্যুৎসহ কোনো নাগরিক সুবিধাই ছিল না। ধীরে ধীরে সব শহরে সব নাগরিক সুবিধাই পৌঁছেছে। এখনো শহরের প্রতিটি বিষয়ের ওপর নজর রাখেন ন্যান্সি কিডওয়েল।
নিজের গড়ে তোলা শহর বিক্রির প্রসঙ্গে কিডওয়েল বলেন, তাঁর পরে শহরের সুযোগ-সুবিধা নিশ্চিত করার দায়িত্ব নিতে কেউ নেই। এই কারণেই শহর বিক্রি করছেন তাঁরা।
ক্যাল নেভ আরি শহর বিক্রির দায়িত্বে থাকা ফ্রেড মারিক বলেন, এরই মধ্যে শহর কিনতে আগ্রহী তিনটি প্রতিষ্ঠান তাঁদের সঙ্গে যোগাযোগ করেছে।