শিশুর ওপর ঝাঁপিয়ে পড়ল সিংহ, তারপর ...
বাবা-মায়ের সঙ্গে চিড়িয়াখানায় গিয়েছিল দুই বছরের শিশুটি। কিন্তু বাবা-মায়ের হাত ছেড়ে হঠাৎই শিশুটি গিয়ে পড়ে সিংহের খাঁচার সামনে। আর কিছুক্ষণ দেখেশুনে ঝড়ের বেগে শিশুটির ওপর ঝাঁপিয়ে পড়ে সিংহ।
ঘটনাটি চীনের এক চিড়িয়াখানার বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ। আর পুরো ঘটনাটির একটি ভিডিও প্রকাশ করেছে সংবাদমাধ্যমগুলো।
ভিডিওতে দেখা গেছে, সিংহের বাসস্থানের সামনে দাঁড়িয়ে ছিল শিশুটি। আর হেলেদুলে নিজের ‘গুহা’ থেকে বেরিয়ে শিশুটিকে দেখতে পায় সিংহ। সঙ্গে সঙ্গে শিকার ধরার আগের ভয়াল রূপ ধারণ করে পশুটি। সিংহটি হয়তো ভেবেছিল সকাল সকাল মুখরোচক শিকার পাওয়া গেছে- এভাবেই ঘটনা বর্ণনা করে দ্য টেলিগ্রাফ।
হয়তো পশুটির খেয়াল ছিল না খাঁচাটি কাচের দেয়াল দিয়ে ঘেরা। সিংহটিকে তেড়ে আসতে দেখে সামান্য চমকে গিয়ে শিশুটি পেছনে সরে যায়। আর কাচের দেয়ালে বাধা পেয়ে শিকার ফসকানোর দুঃখ নিয়ে ফিরে যায় সিংহটিও।