হেলিকপ্টার দিয়ে তোলা হলো ছেলের দাঁত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/06/17/photo-1466174466.jpg)
সমস্যা হলো ছেলের দাঁত আলগা হয়ে গেছে। সমাধান কী? বড়জোর চিকিৎসকের কাছে যাওয়া যেতে পারে। কিন্তু তাই বলে হেলিকপ্টার দিয়ে দাঁত তুলতে হবে!
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে বাবা রিক রহিম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। এখানে দেখা যাচ্ছে, তিনি তাঁর ছেলের আলগা দাঁত দড়ি দিয়ে বেঁধেছেন। ভিডিওতে লেখা : ‘সমস্যা : আলগা দাঁত’, এরপর লেখা : ‘সমাধান : হেলিকপ্টার’।
বার্তা সংস্থা ইউপিআই জানিয়েছে, দড়ির অন্য প্রান্তে দেখা যায়, সেটি একটি হেলিকপ্টারের সঙ্গে বাঁধা রয়েছে। হেলিকপ্টারটি উড্ডয়ন করতেই দড়িতে টান লাগে এবং দাঁতটি উপড়ে যায়।
রহিম ফেসবুকে লেখেন, ‘এর মধ্য দিয়ে কি আমি হেলিকপ্টার বাবা হয়ে গেলাম? কৌতুক করুন। আপনার বাচ্চাদের সঙ্গে সৃজনশীল কাজ করুন। স্মৃতি একত্রে রাখুন।’