সিংহের মুখ থেকে ছেলেকে বাঁচালেন মা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/06/19/photo-1466307034.jpg)
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে পাঁচ বছর বয়সী ছেলেকে পাহাড়ি সিংহের মুখ থেকে রক্ষা করলেন এক মা। বাড়ির সামনে ছেলের চিৎকার শুনে মা ঘর থেকে বেরিয়ে দেখেন, সিংহের নিচে তাঁর ছেলে।
পিটকিন কাউন্টি শেরিফের কার্যালয় থেকে বলা হয়েছে, ছেলের চিৎকার শুনে ওই মা দৌড়ে গিয়ে সিংহের ওপর হামলে পড়েন। তিনি প্রাণীটির চোয়াল জাপটে ধরেন এবং ডান হাত দিয়ে সিংহের মুখ আলগা করে ছেলের মাথা বের করে আনেন। ছেলেটির মুখ, মাথা, ঘাড়ে ক্ষত সৃষ্টি হয়েছে এবং তাকে ডেনভারের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে এখন আশঙ্কামুক্ত।
কর্মকর্তারা জানান, দুটি সিংহকে মেরে ফেলা হয়েছে।
মায়ের হাতে সিংহের কামড়ের দাগ এবং পায়ে আঁচড় রয়েছে। সিংহটি দুই বছর বয়সী বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি জানিয়েছে, বাড়ির পাশেই কর্মকর্তারা একটি সিংহ এবং কিছুক্ষণ পর আরেকটিকে মেরে ফেলা হয়েছে।
ঘটনাটি ঘটে স্থানীয় সময় শুক্রবার রাতে আসপেন শহরের উত্তরে। কলোরাডোতে প্রায় সাড়ে চার হাজার সিংহ আছে।