নানা-নানি হলেন বিল-হিলারি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/06/19/photo-1466335831.jpg)
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন নানা-নানি হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে তাঁদের মেয়ে চেলসিয়া ক্লিনটন একটি ছেলেসন্তান জন্ম দিয়েছেন। শিশুটির নাম রাখা হয়েছে আইদান ক্লিনটন মেজভিনস্কি।
শনিবার সকালে চেলসিয়া ও তাঁর স্বামী মার্ক মেজভিনস্কি এক টুইট বার্তায় নিজেদের দ্বিতীয় সন্তান জন্মের ঘোষণা দেন। এ ছাড়া শার্লট ক্লিনটন মেজভিনস্কি নামে এই দম্পতির দুই বছর বয়সী একটি মেয়েসন্তান রয়েছে। টুইটে চেলসি বলেন, ‘আমাদের ছেলের জন্মগ্রহণে মার্ক এবং আমি সবার ভালোবাসায় উদ্বেলিত।’ ওই টুইটেই হিলারি ছেলের নাম আইদান ক্লিনটন মেজভিনস্কি হিসেবে উল্লেখ করেন।
এদিকে নিজের টুইটার অ্যাকাউন্টে হিলারি ক্লিনটন উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘স্ত্রী, মা, নানি।’ এর আগে, গত বছরের ডিসেম্বরে মা হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণার মধ্যে গর্ভে দ্বিতীয় সন্তান ধারণের ঘোষণা দেন বলে জানিয়েছে ইউএস ঢুডে।
এদিকে হিলারির প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি নানা হয়েছেন। গেল মার্চে তাঁর মেয়ে ইভানকা ট্রাম্প তৃতীয় সন্তানের মা হয়েছেন।