মিয়ানমারে বিনিয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্র
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/06/19/photo-1466353670.jpg)
দীর্ঘ ২২ বছর পর মিয়ানমারে ফিরল মার্কিন বিনিয়োগ। যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা মিয়ানমারে তার কার্যক্রম শুরু করেছে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, প্রথম দফায় মিয়ানমারের একটি টেলিকম কোম্পানিকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে তারা।
দীর্ঘ ৪৯ বছরের সামরিক শাসনের পর সম্প্রতি দেশটিতে অং সান সু চির নেতৃত্বাধীন দল ক্ষমতায় আসার পরিপ্রেক্ষিতেই এই পরিবর্তন বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। এর আগে ২০১১ সালে মিয়ানমারের সাবেক জান্তা সরকার টেলিকম খাতকে বৈদেশিক বিনিয়োগের জন্য উন্মুক্ত করে দেয়।
এর ফলেই ওভারসিজ প্রাইভেট ইনভেস্টমেন্ট করপোরেশন (ওপিআইসি) ইয়াঙ্গুনভিত্তিক অ্যাপোলো টাওয়ার মিয়ানমার লিমিটেড নামের কোম্পানিটিতে বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের স্থায়ত্বশাসিত এই প্রতিষ্ঠানটি টেলিকমিউনিকেশন টাওয়ার নির্মাণ করে।
এদিকে ওপিআইসি জানিয়েছে মিয়ানমারে এটা তাঁদের প্রথম বিনিয়োগ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এলিজাবেথ লিটলফিল্ড এ বিনিয়োগকে গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, প্রথম এই বিনিয়োগে ওপিআইসি অ্যাপোলোর সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত।