মৃত বাবার গ্লাভসের ছোঁয়ায় নিশ্চিন্তে ঘুমায় শিশু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/06/20/photo-1466436924.jpg)
শিশুটির সঙ্গে কোনোদিনও দেখা হয়নি বাবার। তবুও বাবার ছোঁয়ায় নিশ্চিন্তে ঘুমায় ২১ দিন বয়েসী শিশুটি। মর্মস্পর্শী এই ঘটনা যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলেসের।
শিশুটির ছবিটি তুলেছিলেন ফোটোগ্রাফার কিম স্টোন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির সঙ্গে মর্মস্পর্শী ঘটনাটির কিছুটা বর্ণনা লিখে দিয়েছিলেন তিনি। আর তাঁর সেই ছবিই এখন ভাইরাল।
লাইক, কমেন্ট আর শেয়ারের বন্যায় ভেসে চলেছে সেই ফোটো। কিন্তু, ফটোটা যতটা সুন্দর, কাহিনীটা ততটা নয়। এই কাহিনী বেদনাদায়ক। হয়তো বা পড়তে পড়তে চোখে জলও আসতে পারে।
ফটোতে দেখা গেছে, তার মাথায় ও গায়ে রাখা আছে একজোড়া গ্লাভস। একঝলকে দেখলে অনেকে গ্লাভস পরিহিত হাত বলে ভুলও করতে পারেন। মাথার পিছনে রাখা আছে একটি হেলমেট। ঘুমের মধ্যেই ছোট্ট শিশুটির মুখে ভুবন ভোলানো হাসির ছটা।
কিন্তু, বেদনাদায়ক সত্যিটা হলো, শিশুটি আর তার বাবার সঙ্গে দেখা করতে পারবে না। পাবে না বাবার হাতের স্পর্শ, ভালোবাসা। বাবার আঙুল ধরে গুটি গুটি পায়ে খেলতেও যেতে পারবে না সে। কারণ তার বাবা তো আর এই পৃথিবীতেই নেই। কিন্তু ২১ দিনের ছোট্ট শিশুটি কি অতশত বোঝে নাকি! তাই, বাবার রেখে যাওয়া গ্লাভস তার গায়ে আর মাথায় দিলেই সে মুচকি হেসে ওঠে। যেন, প্রাণের পরশ পাচ্ছে। হয়তো ভাবে, তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বাবা।
ডেইলি মেইলকে পুরো ঘটনাটি বলতে বলতেই কেঁদে ফেলেছিলেন ক্যাথরিন সিবল উইলিয়ামস। ওই ছোট্ট শিশু অবরে উইলিয়ামসের মা। স্বামীহারা হয়েও তিনি নতুন প্রাণের সন্ধান পেয়েছেন অবরেকে কাছে পেয়ে।
ক্যাথরিন বললেন, ‘খুব জোরে গাড়ি চালাত অবরের বাবা (হেক্টর ডেনিয়েল ফেরের অ্যালভারেজ়)। বারবার বারণ করা সত্ত্বেও শোনেনি। কিন্তু, যখনই শুনল সে বাবা হতে চলেছে, সঙ্গে সঙ্গেই নিজেকে সংযত করতে শুরু করল। স্পোর্টস কার ছেড়ে নিল সেডান কার। আর বাইরে বেরোলেই গ্লাভস, হেলমেট থাকত তাঁর সঙ্গী। বাবা হওয়ার পর সন্তানকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়া হবে তারও পরিকল্পনা হয়ে গিয়েছিল। কিন্তু তাঁর ভাগ্যে ছিল না মেয়ের সঙ্গে দেখা হওয়া’... বলতে বলতেই অঝোরে কাঁদতে থাকেন ক্যাথরিন।
ক্যাথরিনই জানান, অবরের জন্মের চার মাস আগের কথা। এক বন্ধুর সঙ্গে ঝামেলা হয়েছিল ডেনিয়েলের। সেখান থেকে তর্কাতর্কি। আর এর পরই ডেনিয়েলকে গুলি করে সেই বন্ধু।
স্বামীর কথা বলেই চলেন ক্যাথরিন। এবার বলেন, ‘ও আমাকে বারবার বলত, যদি আমার কিছু হয়ে যায়, তাহলে তুমিই আমাদের সন্তানকে মানুষ করবে। আমার বিশ্বাস, তুমিই সেরা মা। ড্যানিয়েলের মৃত্যুর চার মাস পরই জন্ম নিল আমাদের অবরে।’
ক্যাথরিন জানালেন, জন্মের পর থেকেই বাবার হাতের গ্লাভস আর হেলমেট পাশে রাখা হয় ওই শিশুকন্যার। আর এটাই যেন পরম তৃপ্তি দেয় তিন সপ্তাহের শিশুটিকে। গ্লাভসের পরশেই মুখে একটা দুষ্টু হাসি ফোটে অবরের।
একদিন এই দৃশ্যটি চোখে পড়ে ক্যাথরিনের প্রতিবেশী কিম। কিম একজন পেশাদার ফটোগ্রাফার। অবরের মা ক্যাথরিনই গিয়েছিলেন তাঁর কাছে।
কিম জানান তিনি (ক্যাথরিন) চেয়েছিলেন, ছোট্ট শিশুর হাসির ছবিটা তুলে ধরে রাখতে। এরপর আমি অসাধারণ ওই শিশুটির ছবি তুলি আর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করি। আর তারপর থেকেই ভাইরাল ওই ছবি।
ওই ভাইরাল ছবিটিতেই কিম লিখেছেন, ‘অনেকেই বলে, পরিরা নাকি শিশুদের সঙ্গে কথা বলে। তখনই তো শিশুরা ঘুমের মধ্যে হাসে। আমার মনে হয়, এটা সত্যি।’
সত্যিই তো, ভালোবাসার পরশ কী আর এত সহজে মুছে যায়। তাই, মৃত বাবার গ্লাভসের ছোঁয়ার মধ্যেই হয়তো বেঁচে আছে বাবার অপার ভালোবাসা। আর তার ছোঁয়া পেয়েই, ঘুমের মধ্যেই মুচকি হাসে ওই শিশু।