অস্ত্র নিয়ন্ত্রণের চার প্রস্তাব বাতিল করল মার্কিন সিনেট
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/06/21/photo-1466488915.jpg)
অস্ত্র নিয়ন্ত্রণের (গান কন্ট্রোল) জন্য আনা চারটি প্রস্তাব বাতিল করেছে মার্কিন সিনেট। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরলান্ডোতে বন্দুকধারীর হামলার পরিপ্রেক্ষিতে সিনেটে অস্ত্র নিয়ন্ত্রণের এসব প্রস্তাব উত্থাপিত হয়েছিল।
গত ১২ জুন ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরলান্ডো শহরে সমকামীদের এক নৈশক্লাবে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ৪৯ জন নিহত হন। আহত হন আরো ৫৩ জন। হামলাকারীকে ওমর মতিন বলে চিহ্নিত করা হয়। নিউইয়র্কে জন্ম নেওয়া এই আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ফ্লোরিডায় বসবাস করছিলেন।
অরলান্ডোর ঘটনার পরিপ্রেক্ষিতে গত বুধবার মার্কিন সিনেটে ডেমোক্র্যাটিকরা অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টি আলোচনায় আনেন। স্থানীয় সময় গতকাল সোমবার অস্ত্র নিয়ন্ত্রণের চারটি প্রস্তাব সিনেটে উত্থাপিত হয়, যার দুটি করেন ডেমোক্র্যাটরা। বাকি দুটি প্রস্তাব আসে রিপাবলিকান দলীয় সিনেটরদের কাছ থেকে।
মার্কিন সিনেটের ৫৪ জন রিপাবলিকান এবং ৪৬ জন ডেমোক্র্যাট অথবা স্বাধীন সদস্য। অস্ত্র নিয়ন্ত্রণের আনা চারটি প্রস্তাবের কোনোটিই পাস হওয়ার জন্য প্রয়োজনীয় ৬০ ভোট পায়নি।
ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মারফির প্রস্তাব ছিল, যেকোনো অস্ত্র বিক্রির আগে ক্রেতার সম্পর্কে তথ্য নেওয়া। এমনকি অস্ত্র প্রদর্শনীতেও ক্রেতাদের সম্পর্কে তথ্য জানা। মারফির প্রস্তাবে সিনেটের ৪৪ সদস্য সমর্থন দেন। বিপক্ষে ভোট পড়ে ৫৬টি। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক সিনেটর ডায়ান ফেইনস্টেন প্রস্তাব করেন, ‘আসাল্ট উইপন’ নামে পরিচিত আগ্নেয়াস্ত্র দেশ ত্যাগে নিষেধ থাকা সন্দেহভাজন জঙ্গিদের কাছে বিক্রি বন্ধ রাখা। যুক্তরাষ্ট্রের আইন বিভাগও এমন আইন প্রণয়নের পক্ষে মত দিয়েছিল। তবে সিনেটে প্রস্তাবটি মাত্র ৪৭ ভোট পায়। বিপক্ষে ছিলেন ৫৩ সিনেটর।
অস্ত্র নিয়ন্ত্রের অপর দুটি প্রস্তাব আসে রিপাবলিকান দল থেকে। টেক্সাসের রিপাবলিকান সিনেটর জন করনি সন্দেহভাজন জঙ্গির তালিকায় থাকা কারো অস্ত্র কেনার বিষয়টি ৭২ ঘণ্টা পর্যন্ত আটকে রাখার প্রস্তাব করেন। এতে ৫৩ ভোট পড়ে। আইওয়ার রিপাবলিকান সিনেটর চাক গ্রাসলি অস্ত্র প্রদর্শনীর দুর্বলতা বন্ধের প্রস্তাব আনেন। এতে ভোট পড়ে ৫৩টি। দুটি প্রস্তাবে সংখ্যাগরিষ্ঠ ভোট পড়লেও সিনেটে পাসের জন্য প্রয়োজনীয় ৬০ জনের সমর্থন পেতে ব্যর্থ হয়।
সিনেটের ভোটাভুটি নিয়ে রিপাবলিকান ও ডেমোক্রেটিক দলীয় সিনেটরদের মধ্যে প্রচণ্ড বিতর্ক হয়। রিপাবলিকানদের প্রস্তাবকে অসম্পূর্ণ বলে দাবি করে ডেমোক্র্যাটরা। আর ডেমোক্র্যাটদের প্রস্তাবকে মার্কিন সংবিধানের পরিপন্থী দাবি করেন রিপাবলিকানরা।