নিস হামলার পর জরুরি অবস্থার মেয়াদ বাড়ল ফ্রান্সে
ফ্রান্সের জাতীয় দিবস ‘বাস্তিল ডে’ উপলক্ষে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে নিস শহরে আয়োজিত অনুষ্ঠানে ট্রাকচাপা দিয়ে ৮০ জন হত্যার ঘটনার পর দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ আরো তিন মাস বাড়ানো হয়েছে। হামলার ঘটনার কয়েক ঘণ্টা পর এক সংবাদ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এ ঘোষণা দেন।
গার্ডিয়ান জানায়, সংবাদ সম্মেলনে ফ্রাঁসোয়া ওলাঁদ নিস শহরে নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন। তিনি বলেন, আহতদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ফ্রাঁসোয়া ওলাঁদ আরো বলেন, ফ্রান্সে সন্ত্রাসী হামলার হুমকি মোকাবিলায় পুলিশের সঙ্গে এক হাজার সেনাসদস্য থাকবে। একই সঙ্গে সামরিক বাহিনীর সদস্যদের স্বেচ্ছাসেবক হিসেবে পুলিশকে সহায়তার আহ্বান জানান তিনি।
কোনো কিছুই সন্ত্রাসবিরোধী অভিযান থেকে ফ্রান্সকে সরাতে পারবে না বলে মন্তব্য করেন ফ্রাঁসোয়া ওলাঁদ। তিনি বলেন, ‘সিরিয়া ও ইরাকে সন্ত্রাসবিরোধী অভিযানে আমাদের শক্তি আরো বাড়ানো হবে।’ তিনি আরো বলেন, সন্ত্রাসীদের বিরোধী পূর্বের মতোই শক্ত অবস্থানে থাকবে ফ্রান্স।
সংবাদ সম্মেলন থেকে আজ শুক্রবার হামলার ঘটনাস্থল ফ্রান্সের নিস শহরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রাঁসোয়া ওলাঁদ।
গতকাল বৃহস্পতিবার রাতে নিস শহরে জাতীয় দিবস পালনকালে আতশবাজি পোড়ানো দেখতে জড়ো হন অনেক মানুষ। সেখানেই ভিড়ের মধ্যে ট্রাক তুলে দিয়ে শিশুসহ ৮০ জনকে হত্যা করা হয়। আহত হন দুই শতাধিক। পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী চালক। স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও অস্থায়ী চিকিৎসা ক্যাম্পে আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। ফ্রান্সের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে ১৮ জনের অবস্থা গুরুতর।