ইরানের বিমানঘাঁটি ব্যবহার করছে রাশিয়া
সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য ইরানের একটি বিমানঘাঁটি ব্যবহার করছে রাশিয়া।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম রাশিয়া ইরানের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করছে। তবে এরই মধ্যে এ নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া কর্তৃক ইরানের সামরিক ঘাঁটি ব্যবহার দুর্ভাগ্যজনক হলেও বিস্ময়কর নয়।
বিবিসির খবরে বলা হয়, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ইরানের বিমানঘাঁটি থেকে সিরিয়ায় হামলা চালানোর কথা বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইরানের হামেডান ঘাঁটি থেকে গতকাল মঙ্গলবার দূরপাল্লার টুপোলভ টোয়েন্টি টু এম থ্রি এবং সুখোই থার্টি ফোর বিমান উড্ডয়ন করেছে রাশিয়া।
সিরিয়ার আলেপ্পো অঞ্চলের ইদলিব ও দেইর-আল-জুর এলাকায় বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরান থেকে উড়ে যাওয়া রুশ বিমান। স্থানীয়রা জানায়, এসব হামলায় ২৭ বেসামরিক মানুষ নিহত হয়।
সিরিয়ার বাশার-আল আসাদের অন্যতম সমর্থক ইরান। ২০১১ সালে সিরীয় গৃহযুদ্ধের শুরু পর থেকে এখন পর্যন্ত ইরান বাশার সরকারকে বিপুল পরিমাণে আর্থিক ও সামরিক সহায়তা করেছে।
সম্প্রতি ইরান ও রাশিয়ার জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের মধ্যে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে বেশ আলোচনা হয়। সর্বশেষ গত সপ্তাহে ইরানের আকাশসীমা ব্যবহার করে সিরিয়ায় আইএস লক্ষ্যবস্তুতে ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চায় রাশিয়া।