সিরিয়ায় আইএস-কুর্দিদের ওপর বোমা হামলা তুরস্কের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/08/23/photo-1471975294.jpg)
সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) স্থাপনা লক্ষ্য করে বোমা হামলা চালাচ্ছে তুরস্ক। একই সঙ্গে তুরস্কের হামলার লক্ষ্যবস্তু হচ্ছে আইএসের সঙ্গে লড়াইরত কুর্দিরা। এতে আইএসের লাভ হচ্ছে বলে কুর্দিরা দাবি করেছে।
বিবিসির তুরস্ক প্রতিনিধি মার্ক লোয়েন বলেন, তুরস্কের গাজিয়ানটেপে আত্মঘাতী বোমা হামলার পরিপ্রেক্ষিতে সিরিয়ায় আইএস লক্ষ্যবস্তুতে তুরস্ক এমন জোর হামলা চালাচ্ছে বলে মনে করেন তিনি।
গত শনিবার তুরস্কের গাজিয়ানটেপে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অর্ধশতের বেশি নিহত হয়, যাদের বেশির ভাগই শিশু। আর বোমা হামলাকারীও শিশু বলে জানান তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। তবে এখনো তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানটেপ শহরে অবস্থান নিয়েছে প্রায় দেড় হাজার সিরীয় বিদ্রোহী। আইএসের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছে তারা।
আইএস লক্ষ্যবস্তুর পাশাপাশি সিরিয়ার মানবিজ শহরেও বোমা ফেলেছে তুরস্ক। বর্তমানে ওই শহরে কুর্দি ওয়াইপিজি যোদ্ধারা অবস্থান করছে। আইএসের বিরুদ্ধে অগ্রসর হচ্ছে তারা।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, সিরিয়ার উত্তরাঞ্চল পুরোপুরি আইএসমুক্ত করা হবে।
এদিকে সিরিয়ার কুর্দি ওয়াইপিজিসহ জোট বাহিনীর যোদ্ধারা সিরিয়ার মানবিজ শহর থেকে আইএসকে সরিয়ে দিয়েছে। তবে তুরস্কের সংবাদমাধ্যম টার্কিশ টিভি জানিয়েছে মানবিজ শহরেও বোমা হামলা চালিয়েছে দেশটির বাহিনী।
কুর্দিদের দাবি, আইএসবিরোধী যুক্তরাষ্ট্র সমর্থিত জোটভুক্ত হয়ে সিরিয়া ও ইরাকে তাদের ওপরই হামলা চালাচ্ছে সিরিয়া।
কুর্দিরা আরো জানায়, সিরিয়া ও ইরাকে তাদের ওপর তুরস্কের হামলা আইএসের জন্য সহায়ত হচ্ছে।