বর্ণবাদবিরোধী বিক্ষোভ নিউইয়র্ক থেকে ডেনভারে
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরের বর্ণবাদবিরোধী বিক্ষোভ নিউইয়র্ক, ডেনভারসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে। যদিও বাল্টিমোরে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ তরুণের মৃত্যুর ঘটনায় দাঙ্গার পর শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শেষ হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বছর ক্লিভল্যান্ড, ফার্গুসন, মিসৌরি ও নিউইয়র্কে আফ্রো-আমেরিকানদের সঙ্গে বর্ণবাদী আচরণ ও পুলিশি নির্যাতনে মৃত্যুর ঘটনার প্রতিবাদে নিউইয়র্ক, ডেনভারসহ কয়েকটি শহরে এ বিক্ষোভ হচ্ছে।
নিউইয়র্কের ম্যানহাটনের কয়েকটি এলাকায় যান চলাচলে বাধা দেওয়ায় ৬০ বিক্ষোভকারীকে আটক করেছে নিউইয়র্ক সিটি পুলিশ। বোস্টন, হিউস্টন, ফার্গুসন, মিসৌরি, ওয়াশিংটন ডিসি, সিয়াটলে বিক্ষোভের ঘটনা ঘটেছে এবং ডেনভারে আরো কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
নিউইয়র্কে পুলিশ লাঠিপেটা করে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে ফুটপাতে তোলার চেষ্টা করে এবং যারা যান চলাচলে বাধা দেয়, তাদের আটক করে। ইউনিয়ন স্কয়ার, টাইমস স্কয়ার ও কয়েকটি স্থানে এ বিক্ষোভ হচ্ছে। গত ডিসেম্বরে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ এরিক গার্নার হত্যা মামলায় এক গ্র্যান্ড জুরির রায়ের পর এ ধরনের বিক্ষোভ হয়েছিল। পুলিশ এরিককে শ্বাসরোধে হত্যা করে।
গত সোমবার কৃষ্ণাঙ্গ ফ্রেডি গ্রের (২৫) অন্ত্যেষ্টিক্রিয়ার পর দাঙ্গার ঘটনায় গত মঙ্গলবার রাত ১০টায় এক সপ্তাহের জন্য বাল্টিমোরে কারফিউ জারি করা হয়। কারফিউ অমান্য করেই বিক্ষোভকারীরা রাস্তায় অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রায় তিন হাজার ন্যাশনাল গার্ড ও পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীরা শতাধিক গাড়ি ও ১৯টি ভবনে আগুন দেয়। কয়েকটি দোকানে লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও মরিচের গুঁড়া ছুড়ে মারে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ২০ পুলিশ কর্মকর্তা আহত হন। গত সোমবার পুলিশ ২৭০ এবং গতকাল বুধবার ১৮ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ কমিশনার অ্যান্থনি ব্যাটস বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে শতাধিক বিক্ষোভকারীকে অভিযোগ ছাড়াই মুক্তি দেওয়া হয়েছে।
এক সপ্তাহ গভীর অচেতন অবস্থায় (কোমা) থাকার পর পুলিশ হেফাজতে ফ্রেডি গ্রে গত ১৯ এপ্রিল মারা যান। মেরুদণ্ডে কবে, কীভাবে তিনি আঘাত পেয়েছিলেন, তা জানতে তদন্ত চলছে। এ ঘটনায় ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।