যুক্তরাজ্যের এক মাইলের মধ্যে ঢুকে পড়েছে রাশিয়ার যুদ্ধজাহাজ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/10/21/photo-1477051393.jpg)
যুক্তরাজ্যের জলসীমায় ঢুকে পড়েছে রাশিয়ার যুদ্ধজাহাজ। সিরিয়ায় যাওয়ার জন্য উত্তর সাগরের নিয়মিত গতিপথ বদলে ইংলিশ চ্যানেল পাড়ি দিচ্ছে রাশিয়ার কয়েকটি যুদ্ধজাহাজ। সর্বশেষ শুক্রবার বাংলাদেশ সময় বেলা পৌনে ৪টায় লেখা সংবাদে দি ইনডিপেনডেন্ট জানিয়েছে, ইংলিশ চ্যানেলে যুক্তরাজ্যের ভূখণ্ড থেকে মাত্র এক মাইল দূরে রয়েছে রাশিয়ার কয়েকটি যুদ্ধজাহাজ।
এদিকে ব্রিটিশ রয়্যাল নেভি কর্তৃপক্ষ জানিয়েছে, ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় রাশিয়ার যুদ্ধজাহাজগুলো থেকে কিছুটা দূরে রয়েছে যুক্তরাজ্যের নিরাপত্তা জাহাজগুলো। এভাবেই যুদ্ধজাহাজগুলোকে উত্তর সাগরের পথে এগিয়ে দেওয়া হচ্ছে।
শুক্রবার সকালে রাশিয়ার একটি ছোট যুদ্ধজাহাজ প্রথমে র্যামসগেট হয়ে যুক্তরাজ্যের জলসীমানায় ঢোকে। এটি ন্যাটো টাস্কফোর্সের অন্তর্ভুক্ত জাহাজ বলে উল্লেখ করা হয়। এরপর সিরিয়াগামী রাশিয়ার যুদ্ধজাহাজগুলো উত্তর সাগর হয়ে দক্ষিণ উপকূলে যাওয়ার জন্য ইংলিশ চ্যানেলে ঢোকার অনুমতি চায়।
ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া রাশিয়ার এই শক্তিশালী রণতরীবহরে রয়েছে ফ্রিগেট এইচএমএস রিচমন্ড টাইপ-৪৫ ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ, যা দিয়ে প্রায় ১৫০ মাইল দূর থেকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে রাশিয়ার নৌবাহিনী।
রাশিয়ার যুদ্ধজাহাজ আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন প্রসঙ্গে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী স্যার মাইকেল ফালন বলেন, ‘ন্যাটোর আরেকটি সদস্যরাষ্ট্রের যুদ্ধজাহাজের গতিবিধিতে স্পষ্ট নজরদারি করা হচ্ছে। রয়েল নেভির জাহাজ এবং বিমানগুলোকে এই কাজে লাগানো হয়েছে।’
প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, ‘এটা স্পষ্টত আমাদের প্রতিক্রিয়া দেখার জন্য করা হয়েছে। জোটের (ন্যাটো) কোনো দুর্বলতা আছে কি না তা পর্যবেক্ষণ করা যাবে এই সময়ে। এবং আমাদের খেয়াল রাখতে হবে যথাসম্ভব পরিমিত প্রতিক্রিয়া দেখানোর।’
দি ইনডিপেনডেন্ট সংবাদে উল্লেখ করে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধপরিকল্পনার অন্যতম অংশ হচ্ছে সাগর দখলের পরিকল্পনা। সম্পূর্ণ পূর্বপরিকল্পনা ছাড়া ইংল্যান্ডের সীমানার মাত্র এক মাইল দূরে দিয়ে যুদ্ধজাহাজের পাড়ি দেওয়ার ঘটনাটি নজিরবিহীন বলেও খবরে উল্লেখ করা হয়।