অনন্তের ওপর হামলা মুক্তমতের ওপর হুমকি : এইচআরডব্লিউ
সিলেট শহরে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। এ ধরনের হত্যা মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি বলে মন্তব্য করেছে সংগঠনটি।
স্থানীয় সময় মঙ্গলবার (১২ মে) দেওয়া এক বিবৃতিতে এ মন্তব্য করেছে এইচআরডব্লিউ। এতে বলা হয়, সেক্যুলার ব্লগার অনন্ত বিজয় হত্যা বাংলাদেশে ধর্মীয় বিষয়ে মতপ্রকাশ ও বাকস্বাধীনতার ক্ষেত্রে সহিংস অসহিষ্ণুতার অশনিধারা। গত তিন মাসে এ নিয়ে তিনজন ব্লগারের ওপর প্রাণঘাতী হামলা হলো।
এইচআরডব্লিউ বলেছে, পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ১২ মে সকালে কর্মস্থলে যাওয়ার পথে চারজন লোক চাপাতি হাতে অনন্তকে হামলা করে। হামলার পরপরই তিনি মারা যান। ব্যাংকের কর্মকর্তা অনন্ত ‘মুক্তমনা’ নামে একটি ব্লগে লেখালেখি করতেন। ফেব্রুয়ারিতে হামলায় নিহত হওয়ার আগে সেক্যুলার ব্লগার অভিজিৎ রায় এ ব্লগটি মডারেশন করতেন। এ বছরের মার্চে সেক্যুলার ব্লগার ওয়াশিকুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়।
২০১৩ সালের ফেব্রুয়ারিতে নাস্তিক ব্লগার আহমেদ রাজীব হায়দারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এর এক মাস পর ইসলাম সম্বন্ধে সমালোচনামূলক লেখালেখির কারণে ব্লগার আসিফ মহিউদ্দিনকেও একই কায়দায় হামলা করা হয়। এতে গুরুতর আহত হন তিনি।
এসব বিষয়ে এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেছেন, ‘সেক্যুলার ও নাস্তিক লেখকদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা ভুক্তভোগীদের নীরবই করছে না; এটি একই সঙ্গে বাংলাদেশে ধর্মীয় বিষয়ে মুক্তভাবে মতপ্রকাশকারীদের বিরুদ্ধে ভীতিকর বার্তা দিচ্ছে।’ তিনি আরো বলেন, ‘এ ধরনের বর্বরোচিত হামলায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সরকারকে সুস্পষ্টভাবে জানাতে হবে, ধর্মীয় বিষয়ে মতামত ও বাকস্বাধীনতার ওপর হামলা বরদাশত করা হবে না।’