নিউইয়র্কের ম্যারাথনে হামলাকারীর মৃত্যুদণ্ড

নিউইয়র্কে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় বোমা বিস্ফোরণের ঘটনায় হামলাকারী যুবক জোখার সারনায়েভকে মৃত্যুদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের স্থানীয় আদালত (জুরি বোর্ড)। স্থানীয় সময় গতকাল শুক্রবার দিনগত রাতে ১৪ ঘণ্টার শুনানির পর এ আদেশ দেওয়া হয়।
urgentPhoto
জুরি বোর্ডের সদস্যদের মধ্যে পাঁচজন পুরুষ ও সাতজন নারী। সবাই একই সিদ্ধান্তে উপনীত হওয়ার পর এ রায় শোনানো হয়।
২০১৩ সালে ম্যারাথন প্রতিযোগিতার ফিনিশ লাইনে বোমা পুঁতে বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত ও ২৬০ জন আহন হন।
বিবিসি জানিয়েছে, ৩০ অভিযোগের মধ্যে সারনায়েভ (২১) সাতটিতে দোষী সাব্যস্ত হয়েছেন। এসব অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড।
সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় বেলা ৩টায় জুরি বোর্ডের এ সিদ্ধান্ত ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে কেন্দ্রীয় আদালতে পড়ে শোনানো হবে।
রায় পড়ার সময় জুরি বোর্ড সদস্যদের পাশে ঘটনায় নিহত আট বছর বয়সী মার্টিনের বাবা বিল রিচার্ডস ও মা ডেনিস রিচার্ডস উপস্থিত ছিলেন।
হামলার ভিডিও ও স্থিরচিত্রে জুরি বোর্ডের সদস্যরা দ্বিতীয় বোমাটি একটি রেস্তোরাঁর পাশে বিস্ফোরিত হওয়ার পর রাস্তার লোকজনের চিৎকার শোনেন। সহায়তা করতে যাওয়া পথচারীদের মারা যেতে দেখেন। হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের কাছ থেকেও ঘটনার বিবরণ শোনেন জুরি বোর্ড সদস্যরা।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের মতো ২০১৩ সালের ১৫ এপ্রিলের বোস্টন ম্যারাথনে বোমা হামলা সন্ত্রাসী কর্মকাণ্ড বলে উল্লেখ করেন জুরিরা। ঘরে তৈরি বোমাগুলো প্রেশারকুকার, গান পাউডার দিয়ে বানানো।
হামলায় জড়িতরা বোস্টনে পালিয়ে থাকায় শহরটিতে থমথমে অবস্থা বিরাজ করছিল। ১৮ এপ্রিল পুলিশ দুই সন্দেহভাজনের ছবি প্রকাশ করে। এর পর কিরগিজস্তান বংশোদ্ভূত জোখার সারনায়েভ ও তাঁর ভাই তামারলান সারনায়েভকে ধরতে খুব বেশি সময় লাগেনি।
ছবি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে তারা ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে।
এর পর দুই ভাই মার্সিডিজ গাড়ি ছিনতাই করে। তামারলান চালককে জানায়, সে ম্যারাথন হামলায় জড়িত। এর পর গাড়ি গ্যাস ও খাবার নিতে থামলে চালক এই সুযোগে পালিয়ে যান।
২৬ বছর বয়সী তামারলান সারনায়েভ বোস্টনের উপকণ্ঠ ওয়াটার টাউনে পুলিশের সঙ্গে গোলাগুলিতে মারা যান। পরদিন ওয়াটারটাউনের একটি নৌকায় লুকিয়ে থাকা ছোট ভাই জোখারকে গ্রেপ্তার করে পুলিশ।