ওয়ালস্ট্রিটের বক্তৃতাই হারিয়েছে হিলারিকে : ওবামা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘হিলারি ক্লিনটন নির্বাচনে হেরেছেন কারণ ভোটাররা তাঁকে অনুপ্রবেশকারী হিসেবে দেখেছিলেন। ওয়ালস্ট্রিটের বক্তৃতার কারণেই হিলারিকে দূরে সরিয়েছেন ভোটাররা, যা তাঁকে ট্রাম্পের কাছে হারিয়েছে।’
ওবামা বলেন, হিলারির অবস্থান আরো খারাপ হতে পারত। কারণ ভোটাররা তাঁকে ‘অনুপ্রবেশকারী’ হিসেবে দেখেছিল।
আর ডেমোক্রেটদের অন্যতম নেতা বার্নি স্যান্ডার্স বলেন, হিলারি ক্লিনটন প্রচারাভিযানে সাধারণ মানুষের তুলনায় ‘ধনী ব্যক্তিদের কাছ থেকে টাকা তোলা’ নিয়েই বেশি চিন্তিত ছিলেন, যা তাঁকে নির্বাচনে হারিয়েছে।
দি ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালের ক্লিনটন এক বক্তৃতা থেকে পান দুই লাখ ২৫ হাজার ডলার এবং দুই বছরে উপার্জন করেন প্রায় ২২ কোটি ডলার।’
প্রতিবেদনে উল্লেখ করা হয়, নির্বাচনের কয়েকদিন আগে ট্রাম্পের ক্যাম্পেইনের একটি ভিডিও বের হয় সেখানে ওয়ালস্ট্রিটের সবচেয়ে ধনী ব্যবসায়ী গোল্ডম্যানের প্রধান নির্বাহী (সিইও) লয়েড গোল্ডম্যানের ছবি দেখা যায়। পাশাপাশি ওই ফুটেজে ওয়ালস্ট্রিটে ক্লিনটনের বিশ্বব্যাপী উদ্যোগের কিছু নমুনাও ছিল। এসব কারণে ভোটাররা হিলারিকে আপন ভাবতে পারেননি।