ইরানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩১
ইরানে দুটি যাত্রাবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বহু লোক আহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে রাজধানী তেহরান থেকে ২৫০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। একটি যাত্রীবাহী ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রেনকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয় এবং দুটিতে আগুন ধরে যায়।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, এ ঘটনায় নিহতদের মধ্যে রেলওয়ের চার কর্মচারী রয়েছেন।
এদিকে, দেশটির গভর্নর মোহাম্মদ রেজা খাব্বাজের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনায় ৭০ জনের অধিক মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।