জর্ডানে বন্দুকধারীদের হামলায় নিহত ৭, জিম্মি পর্যটক
জর্ডানের দক্ষিণাঞ্চলীয় শহর কারাকে একটি দুর্গে পুলিশের ওপর বন্দুকধারীদের হামলায় এক কানাডিয়ান নারীসহ সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে নয়জন।
বন্দুকধারীরা বেশ কয়েকজন পর্যটককে জিম্মি করেছে। পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
পাহাড়ি শহরের এই দুর্গের প্রবেশ পথে একদল বন্দুকধারী নিরাপত্তাকর্মীদের ওপর এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে জর্ডানের চার পুলিশ নিহত হয়। এ সময় জর্ডানের দুই নাগরিকও নিহত হয় এবং নয়জন আহত হয়। এরপর বন্দুকধারীরা দুর্গের অভ্যন্তরে কয়েকজন পর্যটককে জিম্মি করে।
পর্যটকদের কাছে জনপ্রিয় এ দুর্গে পুলিশের ওপর বন্দুকধারীদের হামলার খবর পেয়ে পার্শ্ববর্তী এলাকা থেকে বিশেষ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।
নিরাপত্তাকর্মীরা আল-গাহদ সংবাদ সংস্থাকে জানান, বন্দুকধারীরা ১৪ জনকে জিম্মি করেছে।
জর্ডানের প্রধানমন্ত্রী হানি আল -মুলকি পার্লামেন্টে বলেছেন, ‘এ ঘটনায় কিছু নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন।’