সাইবার হামলার শিকার সুইজারল্যান্ডের ফেডারেল প্রশাসন
সাইবার হামলার শিকার হয়েছে সুইজারল্যান্ডের ফেডারেল প্রশাসন। দেশটির স্থানীয় সময় আজ সোমবার (১২ জুন) সকালের দিকে এই হামলা করা হয়। এই হামলার জন্য বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতে পারেনি কেন্দ্রীয় প্রশাসন। সুইজারল্যান্ডের অর্থ মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।
দেশটির অর্থ মন্ত্রণালয় বলছে, ফেডারেল প্রশাসন সোমবার সকালে একটি সাইবার আক্রমণের অধীনে ছিল। এর ফলে কয়েকটি কর্তৃপক্ষ ও রাষ্ট্র সম্পর্কিত বেশ কিছু কোম্পানির ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল না।
মন্ত্রণালয়টি জানিয়েছে, ফেডারেল প্রশাসনে ডিডস অ্যাটাক করা হয়েছিল। তবে, কে বা কারা এই হামলা চালিয়েছে তা নিশ্চিত করতে পারেনি মন্ত্রণালয়টি।
ডিডস অ্যাটাক কোনো ওয়েবসাইটে একাধিক রিকুয়েস্ট প্রেরণ করে। একাধিক রিকুয়েস্টগুলো হ্যান্ডেল করার জন্য ওয়েবসাইটের সক্ষমতা অতিক্রম করবে। ফলে, ওয়েবসাইটটি সঠিকভাবে কাজ করতে পারবে না।
গত সপ্তাহে সুইস পার্লামেন্টের ওয়েবসাইটেও এরকম একটি সাইবার হামলা চালানো হয়।