সাইবার হামলার হুমকি, আসিফ-হাসনাত-সারজিসদের ফেসবুক বন্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, অন্যতম সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও খান তালাত মাহমুদ রাফিসহ বেশ কয়েকজনের ফেসবুক আইডি ও পেজ পাওয়া যাচ্ছে না।
গতকাল বুধবার (১ জানুয়ারি) থেকে ফেসবুকে তাদের আইডিগুলো পাওয়া যাচ্ছে না। তবে, ‘ক্র্যাক প্লাটুন-বাংলাদেশ সাইবারফোর্স’ নামে একটি পেজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত অনেকের ফেসবুক আইডি ও পেজে হামলা চালানোর দাবি করা হয়েছে। একইসঙ্গে তারা এ ধরনের সাইবার হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছে।
এদিকে, ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম ও অনলাইন অ্যাকটিভিস্ট সাইয়েদ আবদুল্লাহসহ কয়েকজনের আইডি ও পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে কয়েকজনের আইডি সাইবার হামলার হুমকিতে ডিজেবল করে রাখা হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, ‘ক্র্যাক প্লাটুন-বাংলাদেশ সাইবারফোর্স’ নামের পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, স্বাধীনতাবিরোধী প্রচারণায় জড়িত থাকার অভিযোগে সাইয়েদ আবদুল্লাহর (Saiyed Abdullah) পেজটি ফেসবুক থেকে রিমুভ করা হয়েছে।
একই পেজের আরেক পোস্টে বলা হয়, দেশবিরোধী ষড়যন্ত্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং পুলিশ হত্যার সঙ্গে জড়িত থাকায় খান তালাত মাহমুদ রাফির আইডি পার্মানেন্ট ডিজেবল করে দেওয়া হয়েছে।
‘ক্র্যাক প্লাটুন-বাংলাদেশ সাইবারফোর্স’ পেজে দেওয়া আরেক পোস্টে বলা হয়, ‘বাংলার অনলাইন রাখিব রাজাকার মুক্ত’ স্লোগানেই আমাদের এই যাত্রা। ক্র্যাক প্লাটুন-বাংলাদেশ সাইবারফোর্স ও রাজ্যসভা মুক্তিযুদ্ধবিরোধী শক্তির যম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমাধ্যম শাখার সদস্য রায়হান আহমেদ তামীম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে বলেন, ‘সাইয়েদ আবদুল্লাহ, খান তালাত মাহমুদ রাফি ও গাজী আতিকুলের আইডি ডিজেবল করেছে ওরা। সতর্কতার জন্য কেন্দ্রীয় সমন্বয়করা অনেকেই আইডি ডিঅ্যাক্টিভ করেছে। এতে হাউকাউ করার কিছু নেই। আইডি ব্যাক আসবে, শিওর থাকেন। অলরেডি কাজ শুরু করেছি।’
এ বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ, সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম এখনও পর্যন্ত গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি।