ক্রিমিয়ার কাছে ইউক্রেনের ২০ ড্রোন ভূপাতিত, দাবি রাশিয়ার
ক্রিমিয়া উপদ্বীপের কাছে ইউক্রেনের মনুষ্যবিহীন ২০টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে রাশিয়া। আজ শনিবার (১২ আগস্ট) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে এ তথ্য জানিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ১৪টি এবং ইলেকট্রনিক উপায়ে আরও ছয়টি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে, এতে কেউ হতাহত হয়নি।
এদিকে, গতকাল শুক্রবার মস্কোর কর্মকর্তারা রাজধানীমুখী একটি ড্রোন ধ্বংসের দাবি করেছে। সম্প্রতি মস্কোতে একাধিকবার ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে। এটি ছিল এ ধরনের সর্বশেষ প্রচেষ্টা।
জুলাইয়ে ক্রিমিয়ায় হামলা চালিয়ে গোলাবারুদের একটি ডিপো উড়িয়ে দিয়েছে ইউক্রেন। এছাড়া রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়ার সংযোগকারী সেতুও এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।