বিনামূল্যে বিদ্যুৎ পেল নরওয়ের দুই শহর
ভেজা গ্রীষ্মে নরওয়ের সবচেয়ে বড় দুটি শহরে যেন আশীর্বাদ হয়ে দেখা দিল বিদ্যুৎ। আজ সোমবার (৪ সেপ্টেম্বর) দেশটির রাজধানী অসলো ও দ্বিতীয় বৃহত্তম শহর বেরগেনের অধিবাসীরা সারা দিনের জন্য বিদ্যুৎ সরবরাহ পেল একদম বিনামূল্যে। খবর এএফপির।
নরওয়েতে বেশিরভাগ বিদ্যুৎ উৎপন্ন হয় জলবিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে। তাই যদি দেশটিতে বেশি বৃষ্টিপাত বা তুষারপাত হয় তবে তবে সেখানকার জলাধারগুলো পূর্ণ হয়ে যায়। আর জলাধার পূর্ণ হলে বিদ্যুৎ উৎপাদন খরচ যায় কমে যার কারণে গ্রাহকের বিদ্যুৎ বিলও কমে আসে।
গত আগস্ট মাসে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর উপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ ঝড় ‘হানস’এর প্রভাবে এবং এর পাশাপাশি চলতি গ্রীষ্মে ক্রমাগত বৃষ্টিপাতের কারণে নরওয়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে জলাধারগুলো এখন টইটুম্বুর।
এ কারণে দেশটিতে আজ সোমবার বিদ্যুতের বিনিময় মূল্য নেমে আসে ট্যাক্স ও গ্রিড ফি ছাড়াই শূন্য থেকে মাইনাস শূন্য দশমিক তিন ক্রোনারে (-০.০৩ সেন্ট)। তাই বলা যায় অসলো ও বেরগেনের অধিবাসীরা আজ বিনামূল্যেই পেল বিদ্যুৎ সরবরাহ। এ সময় বিদ্যুতের পাইকারি মূল্য গিয়ে দাঁড়ায় মাইনাস এক দশমিক ৪২ ইউরো প্রতি মেগাওয়াট ঘণ্টায়। ঋণাত্মক এই মূল্যের অর্থ হচ্ছে বিদ্যুৎ কোম্পানিগুলো তাদের উৎপাদিত বিদ্যুৎ ব্যবহারের জন্য গ্রাহক বা ভোক্তাকেই অর্থ দিচ্ছে।
এ প্রসঙ্গে প্রসিদ্ধ নিউজ সাইট ইউরোপাওয়ার বলছে যে, উৎপাদনকারীরা বিশ্লেষণ করে বলছে মূল্য ঋণাত্মক হলেও বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে রাখার চেয়ে উৎপাদন চালিয়ে যাওয়ার বিষয়টি সুবিধাজনক।
নরওয়েতে বিদ্যুতের মূল্যের ওপর ভিত্তি করে দেশটিকে বিভিন্ন জোনে ভাগ করা হয়েছে। তবে, কিছু কিছু জায়গায় বিদ্যুতের দাম ঋণাত্মক হলেও উৎপাদনকারীরা গ্রিন সার্টিফিকেট নিয়ে এখনও আয় করছে। ঋণাত্মক বিদ্যুতের দামের ঘটনা নরওয়েতে নতুন নয়, এ নিয়ে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটল।
জলবায়ু বিশেষজ্ঞদের তথ্য অনুসারে ইউরোপের উত্তরাঞ্চলে বৈশ্বিক উষ্ণায়নের কারণে বৃষ্টিপাত ও তুষারপাত বাড়তেই থাকবে।
গত সপ্তাহে নরওয়ের আবহাওয়া বিভাগ জানিয়েছে আগস্ট মাসে দেশটিতে গড় তাপমাত্রা ছিল শূন্য দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস, যা ছিল সচরাচর সময়ের চাইতে কিছুটা বেশি। যদিও জুলাই মাসটি ছিল বৃষ্টিপাতে পরিপূর্ণ আর আগস্ট মাসে বৃষ্টির পরিমাণ ছিল সচরাচরের চাইতে ৪৫ শতাংশ বেশি।