ইউক্রেনীয় শস্য চুক্তি সম্প্রসারণকে স্বাগত জানাল হোয়াইট হাউস
ইউক্রেনের শস্য রপ্তানির অনুমতি দিয়ে চুক্তি দুই মাস সম্প্রসারণকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউস। আগামীকাল বুধবার (৪ অক্টোবর) হবে এই চুক্তি। তার আগে আজ মঙ্গলবার এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এএফপি এই তথ্য জানাল। এএফপি বলছে, হোয়াইট হাউস বলেছে, বিশ্বের গুরুত্বপূর্ণ খাদ্য সরবরাহ শৃঙ্খল সম্পর্কে রাশিয়ার কাছ থেকে আরও নিশ্চিত হওয়া দরকার।
জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ‘এটি আনন্দের বিষয় যে, শস্য চুক্তি সম্প্রসারণ হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘দুঃখের বিষয় যে, চুক্তি সম্প্রসারণের প্রক্রিয়ার মধ্যেও রাশিয়া নানাভাবে জিম্মির প্রক্রিয়া অব্যাহত রেখেছে।’