৮০ বছর বয়সী বৃদ্ধার মস্তিষ্কে মিলল ‘সুঁই’
রাশিয়ার দূরপ্রাচ্যে ৮০ বছর বয়সী এক বৃদ্ধার মস্তিষ্কে ইঞ্চি লম্বা একটি সুঁই পাওয়া গেছে। চিকিৎসকরা সিটি স্ক্যান করার সময় অপ্রত্যাশিতভাবে বিষয়টি বুঝতে পারে। আজ বুধবার (৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।
চিকিৎসকদের বিশ্বাস, ওই বৃদ্ধাকে শিশু বয়সেই হত্যা করতে চেয়েছিলেন তারা বাবা-মা। মস্তিষ্কে সুঁই ঢুকিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়। তবে, ওই বাবা-মা সেই প্রচেষ্টায় ব্যর্থ হয়। পরে, শিশুর অবস্থা আরও খারাপ হওয়ার ভয়ে তারা সুঁই অপসারণের চেষ্টা করেনি।
রাশিয়ার প্রত্যন্ত দ্বীপ অঞ্চল সাখালিনের স্থানীয় স্বাস্থ্য বিভাগ বলেছে, সেখানে একটি সময় দুর্ভিক্ষ হয়েছিল। কয়েক বছর ধরে চলা এই দুর্ভিক্ষের সময় এই ধরনের ঘটনা অস্বাভাবিক ছিল না। এই বৃদ্ধার সঙ্গে এমনটি হতে পারে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ওই বৃদ্ধাকে সম্ভবত তার বাবা-মা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। জন্মের পর থেকে তিন সেন্টিমিটার লম্বা সুঁই নিয়ে তিনি বসবাস করছেন।
এই পদ্ধতিটি প্রায়শ অপরাধের প্রমাণ লুকানোর জন্য ব্যবহৃত হতো বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এএফপি বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নে খাদ্যের প্রচন্ড অভাব দেখা দিয়েছিল। ওই সময়ে অঞ্চলটির বেশিরভাগ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করত।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ বলছে, সুঁইটি ওই বৃদ্ধার মস্তিষ্কের একটি বিশেষ অংশ প্যারাইটাল লোবের বামে পাশে পুশ করা হয়েছিল। এতে তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভাগ্যক্রমে বেঁচে যায় ওই নারী। এই আঘাতের কারণে রোগী কখনও মাথাব্যথার অভিযোগ করেননি।