পাকিস্তানে ফিরলেন নওয়াজ শরীফ

টানা চার বছর স্বেচ্ছানির্বাসন থেকে পাকিস্তানে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। আজ শনিবার (২১ অক্টোবর) দুপুরে তাকে বহনকারী প্লেনটি ইসলামাবাদ বিমানবন্দরে অবতরণ করে। খবর এএফপির।
দক্ষিণ এশিয়ার এই দেশটি বর্তমানে নিরাপত্তা, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে বিপর্যস্ত। আর নওয়াজের প্রাথমিক প্রতিপক্ষ ও ব্যাপক জনপ্রিয় ইমরান খান এখন দিন কাটাচ্ছেন কারাগারে। এরই মধ্যে পাকিস্তানে আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের মাধ্যমে আবারও রাজনীতিতে ফিরে আসার লক্ষ্য নিয়ে দেশে ফিরলেন তিনবারের নির্বাচিত সাবেক এই প্রধানমন্ত্রী।
গত কয়েকদিন ধরেই নওয়াজ শরীফ দুবাইয়ে অবস্থান করছিলেন এবং আজ সাংবাদিক বোঝাই একটি চার্টার্ড ফ্লাইটে স্থানীয় সময় দুপুর দেড়টায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছান।
এদিকে বিমান ছাড়ার আগে নওয়াজ শরীফ সাংবাদিকদের বলেন, ‘আমরা নির্বাচনের জন্য পুরোপুরি তৈরি হয়ে আছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের দেশ প্রাচুর্যের সর্বোচ্চ অবস্থানে ছিল, তবে সাম্প্রতিক সময়ে আমরা অনেক পিছিয়ে গেছি।’ নওয়াজ প্রশ্ন রাখেন, ‘আমরা এই অবস্থানে এলাম কী করে? কেন এ রকম হলো?’

বিশ্লেষকরা বলছেন, গত বছর সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক তিক্ততায় পৌঁছালে ইমরান সরকারে ওপর দমন-পীড়ন শুরু হয়। অন্যদিকে, দেশটির রাজনীতির গতি পাল্টে দেওয়ার কারিগর হিসেবে শক্তিশালী সেনাবাহিনীর সঙ্গে সমঝোতায় পৌঁছে নওয়াজের দল পাকিস্তান মুসলিম লীগ।