সাময়িক সংঘাত-বিরতিতে রাজি ইসরায়েল
অবশেষে যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের আবেদন মেনে নিল ইসরায়েল। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইসরায়েল চার ঘণ্টার সংঘর্ষ-বিরতিতে রাজি হয়েছে। কিন্তু, এর অর্থ যুদ্ধবিরতি নয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, হামাস পণবন্দিদের না ছাড়া পর্যন্ত কোনোভাবেই তারা যুদ্ধবিরতিতে যাবে না। হামাসকে এক বিন্দুও জমি ছাড়া হবে না।
তবে, মানবিক সাহায্য গাজার বেসামরিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাময়িক সংঘর্ষ-বিরতিতে তারা রাজি হয়েছে। একইসঙ্গে তারা জানিয়েছে, ওই সময়ের মধ্যে বেসামরিক জনগণ চাইলে উত্তর গাজা ছেড়ে যেতে পারে।
এদিকে, লেবাননে হিজবুল্লাহর সামরিক কাঠামো লক্ষ্য করে বৃহস্পতিবার রাত থেকে আক্রমণ শুরু করেছে। হিজবুল্লাহ অবশ্য এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো বক্তব্য জানায়নি। তবে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরানের মদদপুষ্ট হিজবুল্লাহ যোদ্ধাদের সামরিক পরিকাঠামো লক্ষ্য করে বোমা ফেলা হয়েছে। মূলত বিমান থেকেই বোমা ফেলা হয়েছে। তবে, একই সঙ্গে সীমান্ত থেকে গোলাও ছোড়া হচ্ছে।
ইসরায়েল-হামাস সংঘাত নিয়ন্ত্রণে ফ্রান্সে ৫০টি দেশ এবং সংগঠনের বৈঠক শুরু হয়েছে। বেসরকারি মানবাধিকার সংগঠনগুলোও এই বৈঠকে যোগ দিয়েছে। বস্তুত, গাজা উপত্যকা থেকে বেসামরিক মানুষকে রক্ষা করার পরিকল্পনা ঠিক হচ্ছে ওই বৈঠকে।