গাজা থেকে কায়রোর পথে দ্বিতীয় রুশ দল
গাজা থেকে দ্বিতীয় রুশ দল রাফাহ ক্রসিং পাড়ি দিয়ে কায়রো যাচ্ছে। রাশিয়ার জারুরি মন্ত্রণালয়ের প্রেস সার্ভিস এ কথা জানিয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রেস সার্ভিস আরও বলেছে, রাফাহ ক্রসিং পয়েন্ট থেকে কায়রোতে ৪৩ শিশুসহ ৯৯ জন নাগরিককে বাসে করে পাঠানো হয়েছে। জরুরি অপারেশন সেন্টার তাদের গ্রহণের জন্যে প্রস্তুত রয়েছে। জনগণকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। মন্ত্রণালয়ের চিকিৎসা কর্মী ও মনোবিজ্ঞানীরা পুরো পথ তাদের সঙ্গে থাকবেন।
ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস গত ৭ অক্টোবরে ইসরায়েলে হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এ পর্যন্ত গাজায় ২৫ হাজার টনেরও বেশি বিস্ফোরক ফেলেছে তারা, যা দুটি পারমাণবিক বোমার সমান। সংবাদ সংস্থা আল-জাজিরা এক প্রতিবেদনে পর্যবেক্ষক সংস্থা ইউরো-মেড হিউম্যান রাইটসের বরাতে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইসরায়েল জানিয়েছে, ৭ অক্টোবরের থেকে ১ নভেম্বর পর্যন্ত পর থেকে ১২ হাজার ফিলিস্তিনি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও ফিলিস্তিনি সরকারের তথ্যমতে, ইসরায়েলের হামলায় গাজার অর্ধেক ঘরবাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। ২৭৮টি শিক্ষা অবকাঠোমো ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৭০টি স্বাস্থ্য পরিষেবায় হামলা চালানো হয়েছে। মসজিদ, চার্চসহ ৬৯টি উপসনালয়ের ক্ষতি হয়েছে। ধ্বংস হয়েছে ৪৫টি অ্যাম্বুলেন্স ও ১১টি বেকারি।