ফিলিস্তিনের খান ইউনিসে বেসামরিক ভবনে হামলায় নিহত ২৬
ফিলিস্তিনের হামাদ শহরের খান ইউনিস এলাকায় একটি বেসামরিক ভবনে হামলার ঘটনা ঘটেছে। আকাশপথে চালানো এই হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। আহত হয়েছে আরও ২৩ জন। স্থানীয় এক হাসপাতালের পরিচালকের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।
আজ শনিবার (১৮ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, খান ইউনিস এলাকার নাসের হাসপাতালের পরিচালক বেসামরিক ভবনে হামলায় হতাহতের তথ্যটি জানিয়েছেন। তবে, এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলের সামরিক বাহিনী।
এদিকে, গাজা উপত্যকায় জ্বালানির একটি চালান প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক চাপে উপত্যকাটিতে জ্বালানি প্রবেশ করতে দিয়েছে ইসরায়েল। জ্বালানি সংকটে গাজার যোগাযোগ ব্যবস্থা দুদিন বন্ধ থাকার পর শুক্রবারের শেষ দিকে মিসর থেকে জ্বালানির চালানটি ঢুকেছে। তবে, এখনও গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে যাচ্ছে জাতিসংঘের কর্মকর্তারা। তাদের মতে, গাজার কোনো অংশই নিরাপদ নয়।
অন্যদিকে, গাজার সর্ববৃহৎ হাসপাতাল আল-শিফায় অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। তাদের মতে, হাসপাতালের নিচেই হামাসের নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্যমতে, হামাসের হামলায় অন্তত এক হাজার ২০০ জন নিহত হয়েছে। যার মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। এ ছাড়া ২৪০ জনকে বন্দি করে নিয়ে যায় হামাস।
হামলার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাস নিয়ন্ত্রণাধীন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি বাহিনীর আকাশ, নৌ ও স্থল পথে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন ১২ হাজারেরও বেশি ফিলিস্তিনি। যার মধ্যে পাঁচ হাজারই শিশু।