পাপুয়া নিউগিনিতে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প
শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে পাপুয়া নিউগিনিতে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক পাঁচ। মঙ্গলবার (২৮ নভেম্বর) দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলে শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাতে এ তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।
একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, ‘নৌকার মতোই দুলছিল মাটি।’
ইউএসজিএস জানায়, স্থানীয় সময় সকাল ৮টা ৪৬ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল উপকূলীয় শহর ওয়েওয়াক থেকে ২০ কিলোমিটার দূরে। এর গভীরতা ছিল ১২ কিলোমিটার।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র এক বুলেটিনে বলেছে, ‘সুনামির হুমকি নেই।’
ওয়েওয়াক ভিলেজ ইন হোটেলের কর্মী ড্যানি সিউলে এএফপিকে বলেন, ‘আমার মনে হয়, ভূমিকম্পটি প্রায় এক মিনিট স্থায়ী হয়েছিল।’
টেলিফোনে ড্যানি সিউলে বলেন, ‘তেমন ক্ষয়ক্ষতি না হলেও ভূমিকম্পের সময় মনে হচ্ছিল, আমি নৌকায় বসে আছি ও নৌকাটি দুলছিল।’
প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে পাপুয়া নিউগিনির অবস্থান। এ জন্য সেখানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।