যানজট কমাতে মঙ্গোলিয়ায় বিকল্প দিনে গাড়ি চলাচলের নির্দেশ
মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোর শহরের যানজট কমাতে নেওয়া হয়েছে নতুন সিদ্ধান্ত। আজ সোমবার (১৮ ডিসেম্বর) থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত রাস্তায় অর্ধেক যানবাহন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। লাইসেন্স প্লেট নম্বরের বিজোড় বা জোড় বিবেচনায় যান চলাচলের জন্য অনুমতি পাবে।
বর্তমানে, উলান বাটোরে সাত লাখ ২০ হাজার যানবাহন নিবন্ধিত রয়েছে। পৌর সরকার এক বিবৃতিতে বলেছে, এই সময়ের মধ্যে বিজোড় বা জোড় লাইসেন্স প্লেট নম্বরের ওপর ভিত্তি করে বিকল্প দিনে যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে।
সাম্প্রতিক ভারী তুষারপাতের কারণে রাজধানীর রাস্তাগুলো পিচ্ছিল হয়ে যাওয়া এবং এর ফলে কয়েক ঘণ্টা ধরে রাস্তায় গাড়ি আটকে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহু বছর ধরে যানজট উলান বাটোরের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা।
পৌরসভা সরকারের মতে, রাজধানী শহরে যানবাহনের সংখ্যা বছরে গড়ে ৫০ হাজার করে বৃদ্ধি পায়। অথচ উলান বাটোর মূলত পাঁচ লাখ বাসিন্দা থাকার জন্য নির্মিত হয়েছিল। যদিও শহরটিতে এখন দেশের তিন দশমিক চার মিলিয়ন জনসংখ্যার প্রায় অর্ধেক বাস করে।