কনস্টেবল নিয়োগ পরীক্ষার ‘প্রবেশপত্রে’ সানি লিওনের ছবি, তদন্তে পুলিশ
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা সময় প্রায়ই আলোচনায় থাকতেন লাস্যময়ী অভিনেত্রী সানি লিওন। এবার আবারও তিনি এলেন আলোচনায়। তবে, তার অভিনয় বা নিজস্বতায় নয়, বিষয়টি অন্যরকম। তার নামসহ ছবিযুক্ত একটি প্রবেশপত্রের ইমেজ ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলা হচ্ছে, এই প্রবেশপত্রটি নাকি ভারতের উত্তর প্রদেশের পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার। গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরে প্রতিবেদন করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এরইমধ্যে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে কনৌজ পুলিশের সাইবার সেল।
এনডিটিভি বলছে, উত্তর প্রদেশের পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রের একটি ছবি ঘিরে উদ্ভট পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ, সেখানে সানি লিওনের নাম ও ছবি দেখা যাচ্ছে। এরইমধ্যে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল সেই ‘প্রবেশপত্রে’ পরীক্ষার তারিখ উল্লেখ রয়েছে ১৭ ফেব্রুয়ারি।
এনডিটিভির দাবি, অভিনেত্রীর নামে রেজিস্ট্রেশন করা হয়েছে উত্তর প্রদেশ পুলিশ নিয়োগ ও প্রমোশন বোর্ডের (ইউপিপিআরবি) ওয়েবসাইটে।
ভারতীয় গণমাধ্যমটি আরও বলছে, উপিপিআরবি আজ রাজ্যের দুই হাজার ৩৮৫টি পরীক্ষা কেন্দ্রসহ ৭৫টি জেলায় পরীক্ষা নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই প্রবেশপত্র অনুযায়ী, সানি লিওনের পরীক্ষাকেন্দ্র কনৌজের তিরওয়া তহসিলে শ্রীমতি সোনেশ্রী মেমোরিয়াল গার্লস কলেজ।
এনডিটিভি আরও বলেছে, কনৌজ পুলিশের সাইবার সেল বিষয়টি নিয়ে তদন্ত করছে। তবে, গণমাধ্যমটি ইউপিপিআরবি বা কনৌজ পুলিশের কারও বক্তব্য দেয়নি।