বিদ্রোহীদের হামলায় শহর পতন, মিয়ানমারে তিন জেনারেলের ফাঁসি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/02/19/miyyaanmaar-thaamb.jpg)
ছবি : এএফপি
বিদ্রোহীদের হামলার মুখে কয়েকশ সৈন্য নিয়ে আত্মসমর্পণ করায় ও চীন সীমান্তের একটি শহরের নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়ায় মিয়ানমারের জান্তা সরকার তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে মৃত্যুদণ্ড দিয়েছে। খবর এএফপির।
মিয়ানমারের সামরিক বাহিনীর সূত্র থেকে জানা গেছে, জানুয়ারি মাসে দেশটির ক্ষুদ্র নৃগোষ্ঠীর যোদ্ধাদের কাছে একটি শহরের নিয়ন্ত্রণ হাতছাড়া হয় সেনাবাহিনীর। আর এ ঘটনায় শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয় ওই তিন পদস্থ সামরিক কর্মকর্তাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক সেনাবাহিনীর একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এরমধ্যে আছেন নিয়ন্ত্রণ হারানো লাউক্কাই শহরের কমান্ডারও।’
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/02/19/miyyaanmaar-inaar.jpg)
আরেকটি সামরিক সূত্রও পরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। উল্লেখ্য, মিয়ানমারে সামরিক কর্মকর্তাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলার কোনো অনুমতি দেওয়া হয় না।