মন্ত্রিসভার সিদ্ধান্তের পর ইসরায়েলে আল জাজিরার সম্প্রচার বন্ধ
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভার সিদ্ধান্তের কয়েক ঘণ্টার মধ্যে দেশটিতে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সময় গতকাল রোববার (৫ মে) থেকে সম্প্রচারমাধ্যমটির কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি।
এর আগে আল জাজিরার কার্যক্রম বন্ধ করে দেওয়ার পক্ষে ভোট দিয়েছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। ওইদিন সরকারি এক বিবৃতিতে ইসরায়েলে আল জাজিরা বন্ধে মন্ত্রিসভার সদস্যদের সর্বসম্মতির এই তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলে আল জাজিরা নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে এএফপির সংবাদদাতারা বলেছেন, দীর্ঘদিন ধরে চলমান বিরোধের পর সরকার কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যমটির কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এর কয়েক ঘণ্টা পরই এই ঘোষণা কার্যকর করা হয়।
এএফপির ওই প্রতিবেদনে আরও বলা হয়, বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার ৪৫ দিনের প্রাথমিক সময়ের জন্য বন্ধের আদেশ ঘোষণা করে। কয়েক ঘণ্টা পরে আল জাজিরার আরবি এবং ইংরেজি চ্যানেলের স্ক্রিন হিব্রুতে একটি বার্তা দিয়ে কালো হয়ে গেছে। বার্তায় বলা হয়, ‘আল জাজিরার কার্যক্রম ইসরায়েলে স্থগিত করা হয়েছে।’