আনার হত্যা তদন্তে ভারতের ‘বিশেষ টিম’ যাবে নেপালেও
সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড তদন্তে ভারতের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রহস্য উদঘাটনে ‘বিশেষ তদন্ত দল’ গঠন করেছে। নাম দেওয়া হয়েছে ‘এসআইটি’ (স্পেশাল ইনভেস্টিগেশন টিম)। আইজির নেতৃত্বে তিনজন ডিআইজি এবং বিভিন্ন পর্যায়ের ১০ থেকে ১২ জন কর্মকর্তা নিয়ে গঠন করা হয়েছে এ দল। দলটি সংসদ সদস্য আনার হত্যার বিস্তারিত তদন্ত করবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত দলটি দ্রুততার সঙ্গে প্রযুক্তিগত তথ্যপ্রমাণ ও ফরেনসিক রিপোর্ট সংগ্রহের কাজটি নিশ্চিত করবে। এ হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত আখতারুজ্জামান শাহীনকে ধরতে ঢাকার পুলিশ ও ইন্টারপোলের সঙ্গে সমন্বয় করবে তারা।
ঢাকা ও কলকাতার পুলিশের ভাষ্য, কলকাতার একটি ফ্ল্যাটে এমপি আনার খুন হওয়ার পর ঢাকা থেকে দিল্লি হয়ে কাঠমান্ডু, সেখান থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে চলে যান শাহীন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নেপালে পালিয়ে আছেন শাহীনের সহযোগী সিয়াম হোসেন। তদন্তের জন্য সিআইডির বিশেষ তদন্ত দলটি শিগগির নেপালেও যাবে।