এএসআইকে চড় মেরে গ্রেপ্তার এয়ারলাইনের নারী কর্মচারী
বিমানবন্দরে প্রবেশের সময় নিরাপত্তার কাজে নিয়োজিত থাকা পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) চড় মেরেছেন স্পাইসজেট এয়ারলাইনের এক নারী কর্মচারী। ভারতের জয়পুর বিমানবন্দরে গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
বিমানবন্দরের একটি ক্লোজড সার্কিট ক্যামেরায় (সিসিটিভি) ঘটনাটি রেকর্ড হয়েছে। ফুটেজে দেখা যায়, স্পাইসজেটের ফুড সুপারভাইজার অনুরাধা রানী এক এএসআইকে থাপ্পড় মেরেছেন। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ভারতীয় পুলিশের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) জানায়, ভোর ৪টার দিকে বিমানবন্দরে প্রবেশের সময় বৈধ কোনো অনুমতিপত্র না পেয়ে অনুরাধাকে থামিয়েছিলেন এএসআই গিরিরাজ প্রসাদ। এরপর অনুরাধাকে এয়ারলাইন ক্রুদের একটি প্রবেশ দ্বারে স্ক্রিনিং করতে বলা হয়েছিল। সেই সময়ে স্ক্রিনিংয়ের আশপাশে কোনো নারী পুলিশ সদস্য ছিলেন না। তখন সহকারী উপপরিদর্শক নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করার জন্য একজন নারী সহকর্মীকে ডাকেন, কিন্তু এর মাঝেই বাগ্বিবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে স্পাইসজেটের ওই নারী কর্মচারী সহকারী পুলিশ কর্মকর্তা গিরিরাজ প্রসাদকে চড় মেরে বসেন।
স্পাইসজেট অবশ্য বলছে, তাদের ফুড সুপারভাইজার অনুরাধার কাছে বৈধ এন্ট্রি পাস ছিল। সংস্থাটির অভিযোগ, তাদের নারী কর্মচারী অনুরাধা সিআইএসএফ সদস্যদের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন। পুলিশ কর্মকর্তা গিরিরাজ অনুরাধাকে ডিউটির পর তার বাসায় দেখা করতে বলেন। এ ঘটনায় বাদানুবাদের একপর্যায়ে অনুরাধা গিরিরাজকে থাপ্পড় মারেন।
স্পাইসজেট বলেছে, তার নারী কর্মচারীকে যৌন হয়রানি করায় সেই সিআইএসএফ কর্মকর্তার বিরুদ্ধে অবিলম্বে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। যৌন হয়রানির এ ঘটনায় তারা অনুরাধার পাশে আছে বলেও জানায়।
জয়পুর বিমানবন্দর স্টেশনের হাউস কর্মকর্তা রাম লাল বলেন, ‘সহকারী উপপরিদর্শক নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করার জন্য একজন নারী সহকর্মীকে ডেকেছিলেন, কিন্তু ততক্ষণে তর্ক-বিতর্ক শুরু হয়ে গিয়েছিল। একপর্যায়ে ওই নারী কর্মচারী এএসআইকে চড় মেরেছেন।’
এ ঘটনায় স্পাইসজেটের ওই নারীর বিরুদ্ধে সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালন থেকে বিরত রাখতে আঘাত ও হামলা করার অভিযোগ এনে দুই ধারায় মামলা করেছেন এএসআই গিরিরাজ প্রসাদ।