ভারতে প্রতিদিন ৯০টি ধর্ষণ খুবই ভয়ঙ্কর, মোদিকে বললেন মমতা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সারা দেশে প্রতিদিন অন্তত ৯০টি ধর্ষণের ঘটনা ঘটছে, যা খুবই ভয়ঙ্কর। ধর্ষণের মামলায় ন্যায়বিচার নিশ্চিত করার জন্য একটি কঠোর কেন্দ্রীয় আইন, দ্রুত-ট্র্যাক আদালতের প্রয়োজন।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এ কথা জানায়।
চিঠিতে বলা হয়, ‘মাননীয় প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি), আমি (মমতা বন্দ্যোপাধ্যায়) আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। সারা দেশে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনা এবং বিভিন্ন তথ্য অনুযায়ী হত্যাসহ ধর্ষণ সংঘটিত হয়। এটি এতটায় ভয়ঙ্করভাবে বাড়ছে যে, প্রতিদিন প্রায় ৯০টি ধর্ষণের ঘটনা ঘটছে। এসব ঘটনা প্রতিনিয়ত সমাজ ও জাতির আত্মবিশ্বাস ও বিবেককে নাড়া দিচ্ছে। এ ধরনের জঘন্য অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নির্ধারণ করা প্রয়োজন। কেন্দ্রীয় আইনের মাধ্যমে সংবেদনশীল সমস্যাটির সমাধান প্রয়োজন। এই ধরনের মামলাগুলোর দ্রুত বিচারের জন্য বিশেষ আদালত গঠনের বিষয়টিও বিবেচনা করা উচিত। এই ধরনের মামলার দ্রুত বিচার নিশ্চিত করার জন্য প্রস্তাবিত আইনটি ১৫ দিনের মধ্যে সম্পন্ন করা উচিত।
৯ আগস্ট কলকাতার আর জি কর হাসপাতালে ৩১ বছর বয়সী শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটে। এরই পরিপ্রেক্ষিতে সারা দেশে চিকিৎসকদের বিক্ষোভ ও ধর্মঘট শুরু হয়। এরপর আজ এ বিষয়ে দ্রুত বিচারকাজ পরিচালনার জন্য প্রস্তাবিত আইন পাসে নরেন্দ্র মোদিকে চিঠি দেয় মমতা বন্দ্যোপাধ্যায়।